scorecardresearch

ট্যুর গাইড সারা, ভাইরাল বেনারসের ভিডিও

সারা আলি খান, কুলি নং ১ ছবিতে বরুণ ধাওয়ানের এই অভিনেত্রীর মন এখন বেনারসে। সেখানকার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

বেনারসে সারা আলি খান। ফোটো- সারার ইনস্টাগ্রাম সৌজন্যে

অভিনেত্রী সারা আলি খান রবিবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার বেনারসের সন্ধ্যে ছবি। সারা আলি খান, কুলি নং ১ ছবিতে বরুণ ধাওয়ানের এই অভিনেত্রীর মন এখন বেনারসে। সেখানকার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

বেনারসের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে শেয়ার করেছেন কেদারনাথ অভিনেত্রী। তিনি লিখেছেন, ”নমস্কার দর্শকগণ, বেনারসের গলি থেকে…কী সুন্দর একটা দিন। একটুখানির বদলে কতটা আনন্দ। বেনারসেই এটা সম্ভব।”

আরও পড়ুন, করোনার প্রভাব, পিছিয়ে গেল যে সমস্ত বাংলা ছবির শুটিং

ভিডিওতে, একটি গোলাপি সলওয়ার কামিজে দেখা গেল সারাকে। পুরোপুরি বেনারসের ঢঙে নিজেকে সাজিয়েছেন তিনি। গলায় ফুলের মালা এবং কপালে চন্দনের তিলক, দেখেই বোঝা গেল সদ্য মন্দির দর্শন করে বেরিয়েছেন তিনি।

রাস্তায় বিভিন্ন দোকান ও চুড়ি, খাবার ইত্যাদির সঙ্গে পরিচয় করাচ্ছেন তিনি। ঠিক যেমনটা ট্যুর গাইড করে থাকে।

//www.instagram.com/embed.js

আরও পড়ুন, করোনাতঙ্ক: মুখ্যমন্ত্রীর অনুরোধে বন্ধ তিন বাংলা ছবির স্ক্রিনিং

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি লাভ আজ কাল। যদিও খুব একটা ব্যবসা করতে পারেনি কার্তিক আরিয়ন ও তাঁর জুটি। শুটিং শেষ হয়েছে কুলি নং ১ । যেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে সারাতে। আনন্দ এল রাইয়ের পরিচালনায় আতরঙ্গী ছবিতে ধুনস ও অক্ষয় কুমারের সঙ্গে কাজ করছেন সইফ কন্যা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sara ali khan becomes a tour guide in benaras