পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র। বন্দুকবাজ সারা আলি খান! কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করতে হচ্ছে বলিউড অভিনেত্রীকে। অসম পুলিশের মহিলা ব্যাটেলিয়ন 'বীরাঙ্গনা'র কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কিন্তু মুম্বই থেকে হঠাৎ অসমের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন নবাবপুত্রী?
আসলে অসম পুলিশের মহিলা ব্যাটেলিয়ন 'বীরাঙ্গনা'দের নিয়ে একটি ডকুমেন্টরি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। যেখানে কিনা সারাকে দেখা যাবে একজন মহিলা কম্যান্ডো 'বীরাঙ্গনা' হিসেবে।
<আরও পড়ুন: রথযাত্রায় ‘শ্রীময়ী’র বাড়িতে নতুন রূপে জগন্নাথ দেব! ‘প্রকৃতি শান্ত হও’ প্রার্থনা ইন্দ্রাণী হালদারের>
সূত্রের খবর, উত্তর গুয়াহাটির মন্দাকাটাতে এই তথ্যচিত্রের শ্যুটিং হচ্ছে। আর সেই ডকুমেন্টরির জন্যই সারা আলি খান প্রশিক্ষণ নিচ্ছেন অসম পুলিশের মহিলা কম্যান্ডো বাহিনির কাছে। তাঁদের সঙ্গে কথা বলে, তাঁদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে অভিনেত্রীকে। বলাই বাহুল্য, মুম্বইয়ের বিলাস-বহুল জীবনযাপন ছেড়ে পেশার টানেই নবাব-কন্যা পোঁছে গিয়েছেন অসমে। শ্যুটিংয়ের ফাঁকে রবিবার কামাক্ষ্যা মন্দিরে গিয়ে পুজোও দিলেন সারা। এরপর ব্রহ্মপুত্র বুকে বোটে চড়ে ঘণ্টাখানেক ঘুরেও বেড়ান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন