Advertisment
Presenting Partner
Desktop GIF

Aashiqui 3: প্রাক্তনের সঙ্গে ফের উদ্দাম রোম্যান্স কার্তিকের! আশিকি ৩-এ তৃপ্তির বদলে সইফ কন্যা সারা?

Aashiqui 3 Sara Ali Khan: আশিকি ৩-এ তৃপ্তি দিমরির বদলে এবার সারা আলি খান? প্রাক্তনের সঙ্গেই রোম্যান্সে মজবেন কার্তিক!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
প্রাক্তনের সঙ্গে ফের উদ্দাম রোম্যান্স কার্তিকের!

প্রাক্তনের সঙ্গে ফের উদ্দাম রোম্যান্স কার্তিকের!

Sara Ali Khan Kartik Aaryan: ফের বড় পর্দায় দর্শক পাবে পুরনো জুটির নতুন স্বাদ? বিটাউনের কানাঘুষো, রোম্যান্টিক মুভি আশিকি ৩-এ প্রাক্তনের সঙ্গেই রোম্যান্সে মজবেন কার্তিক। হ্যাঁ, লেটেস্ট রিপোর্ট মোতাবেক, আশিকি ৩ থেকে বাদ পড়েছেন ভাবি ২ ওরফে তৃপ্তি দিমরি। আর তার জায়গাতেই ভাবা হচ্ছে সারা আলি খানকে। ২০২০-র লাভ আজকাল-এর পর সত্যিই কার্তিক-সারা জুটির কামব্যাক হয় কিনা সেটা তো সময় বলবে।

Advertisment

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া সেনসেশন Imanvi-কেও নাকি আশিকি ৩-এর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ছবির কাস্ট পরিবর্তন সংক্রান্ত কোনও বিষয়ই এখনও পর্যন্ত  আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানানো হয়নি। মিড ডে-র রিপোর্ট অনুযায়ী,  Imanvi দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে অভিনয় জগতে আত্মপ্রকাশ করবেন। ডেবিউ ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত অন্য কোনও ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না।

সূত্রের খবর, মেট্রো ইন দিনো-তে সদ্যই কাজ শেষ করেছেন সারা। তাই শেষ পর্যন্ত যদি  Imanvi রাজি না হন তাহলে সারার কাছে আশিকি ৩-এর প্রস্তাব নিয়ে যাবে নির্মাতারা। জানুয়ারির শেষেই স্টার কাস্ট চূড়ান্ত হবে বলেই খবর। সত্যিই যদি সারা-কার্তিক জুটি বাঁধেন তাহলে তা হিন্দি ছবির দর্শকের কাছে যে বাড়তি পাওনা সে কথা তো বলার অবকাশই রাখছে না। 

প্রসঙ্গত, বড় পর্দায় খোলামেলা পোশাক আর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্যই নাকি তৃপ্তির হাতছাড়া হয়েছে আশিকি ৩! ভুলভুলাইয়া ৩-এর কো-স্টার কার্তিক আরিয়ানের সঙ্গে আরও একবার এই ছবিতে কার্তিকের সঙ্গে তৃপ্তিরই অভিনয় করার কথা ছিল। গত বছর এমনটাই ঘোষণা করা হয়েছিল। কিন্তু, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, আশিকি ৩-র নির্মাতারা এই ছবির জন্য ইনোসেন্ট মুখের  খোঁজে রয়েছেন।

Advertisment

তাঁদের মতে তৃপ্তির মধ্যে সেই স্নিগ্ধতা 'মিসিং'। সেই জন্যই কার্তিকের হিরোইনে বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশিকি ২-এ শ্রদ্ধার লুকে যে স্নিগ্ধতা ছিল তা সারার মধ্যেও খুঁজে পেয়েছেন বলেই খবর। এখন শুধু সময়ের অপেক্ষা চার বছর পর ফের কার্তিক-সারার রিল লাইফ রোম্যান্স বড় পর্দায় দেখা যায় কিনা। 

আরও পড়ুন: 'বোল্ড' দৃশ্যে অভিনয়েই সব শেষ? আশিকি ৩ থেকে বাদ পড়লেন অ্যানিমাল খ্যাত তৃপ্তি!

Sara Ali Khan Bollywood Actor Tripti Dimri bollywood movie Kartik Aaryan bollywood actress
Advertisment