New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/05/cats-2025-07-05-16-28-09.jpg)
মা-মেয়ের মন কষাকষি
Sara Ali Khan Childhood: সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা মেয়েবেলার এই রকমই একটি দুষ্টুমির কথা শেয়ার করেন। মিথ্যা কথা বলে এমন কাণ্ড ঘটিয়েছিলেন তারকা মম অমৃতা সিং প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন।
মা-মেয়ের মন কষাকষি
Sara ali Khan-Amrita Singh: ছোটবেলায় মায়ের বকুনি থেকে বাঁচতে কম-বেশি মিথ্যা কিন্তু প্রত্যেকই বলে থাকে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মায়ের কড়া শাসন এড়িয়ে চলারই চেষ্টা করেন। ছোটবেলার সেই দুষ্টুমির কথা অনেকেই সংবাদমাধ্যমের সামনে খোলসা করেন। সেই তালিকায় রয়েছেন সইফ কন্যা সারা আলি খানও। সম্প্রতি মেট্রো ইন দিনোর প্রচারে কলকাতা ঘুরে গিয়েছেন নবাব নন্দিনী সারা আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা মেয়েবেলার এই রকমই একটি দুষ্টুমির কথা শেয়ার করেন। মিথ্যা কথা বলে এমন কাণ্ড ঘটিয়েছিলেন তারকা মম অমৃতা সিং প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন।
মায়ের নজর এড়িয়ে লোকল ট্রেনে চেপে ঘুরতে গিয়েছিলেন সারা। তা ঘুণাক্ষরেও টের পেতে দেননি। কিন্তু, তারকা কন্যা বলে কথা, সাংবাদিকদের থেকে খবর পৌঁছে যায় অমৃতার কাছে। তারপরই একেবারে হইহই কাণ্ড। মেয়ের জন্য চিন্তায় তো একেবারে ঘুম উড়ে গিয়েছিল। লোকাল ট্রেনে প্রায়ই দুর্ঘটনা ঘটে, সেই বিষয়টিই ভাবিয়ে তুলেছিল অমৃতাকে।
আরও পড়ুন লাল শাড়ি-টিকলি মেহেন্দি রাঙানো হাত, প্রেমচর্চার মাঝেই চুপিসারে বিয়ে সারলেন সারা? দেখুন ছবি
স্মৃতিচারণা করে সারা RJ Sukriti-কে বলেন, 'বহুবছর আগের কথা। মাকে মিথ্যা বলে লোকাল ট্রেনে চেপে এক প্রতিবেশির বাড়ি গিয়েছিলাম। সেই খবর পেয়ে এক সাংবাদিক মাকে ফোন করে বলেছিলেন, আপনি মেয়েকে বেশ সাবলীল করে তুলেছেন। লোকাল ট্রেনে ওঁর একটা ছবি আছে। আপনাকে প্রিন্ট করে দেব?'
সেসব কথা শুনে তো অমৃতার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। সেই প্রসঙ্গে সারা যোগ করেন, 'আসলে সেই সময় আমার বয়স অনেকটই কম। লোকল ট্রেনে কয়েকদিন আগেই একটা দুর্ঘটনা ঘটেছিল। সঙ্গে সঙ্গে মা আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যেন আমি আর কোনও মিথ্যা না বলি। আমার সঠিক লোকেশন বলতে বলেছিলেন। ছোটবেলায় এটা সত্যিই একটা মজার ঘটনা ছিল আমার কাছে।' সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে খবর অমৃতার মনে কোনও প্রভাব ফেলে কিনা।
৪ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে মেট্রো ইন দিনো। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রয় কাপুর, আলি ফজল, ফতিমা সানা শেখ, শাশ্বত চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সারা আলি খান সহ আরও অনেকে। মুক্তির পর বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছে ছবিটি।
আরও পড়ুন ডায়েট ভুলে ঝোলে-ঝালে ভুরিভোজ, মেট্রো ইন দিনো-র প্রচারের ফাঁকে সৌরভের বাড়িতে সারা-আদিত্য