বলিউডের নবীন প্রজন্মের প্রথমসারির অভিনেত্রী হলেও যো কোনও তীর্থক্ষেত্রে গিয়ে একেবারে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই পুজো দেন সারা আলি খান। শুটের ফাঁকে কখনও দিল্লির গুরুদ্বারে, আবারও কখনও বা অসমের কামাক্ষ্যায়, যখনই যেখানে পারেন পুজো দিয়ে আসেন। ঈশ্বরের প্রতি নবাব-কন্যার ভক্তি দেখে নেটদুনিয়া তাঁকে আখ্যা দিয়েছে 'সংস্কারি-কন্যা'র। আর এবার সারা গিয়েছিলেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে।
শনিবার মন্দির চত্বরে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন সারা আলি খান। পরনে সাদামাটা সালোয়ার। মুখে মাস্ক। আর তাঁর এই পুণ্যযাত্রার সঙ্গী মা অমৃতা সিং। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন- "মা আর মহাকাল।" সারার এমন ছবি দেখেই নেটদুনিয়া ধন্য ধন্য করছে। কারও বা আবার মন্তব্য, "মিষ্টি মা-মেয়ে।"
দিন দুয়েক আগেই উত্তরপ্রদেশের গ্রাম চাকিয়া থেকে পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে পাহাড়, মাঠ ঘেরা একটুকরো গ্রামে কখনও ট্রাক্টর চালাতে দেখা গিয়েছে সারাকে তো আবার কখনও বা ক্ষেতে ভেড়া পালন করতে দেখা গিয়েছে। আসলে নবাব পরিবারের জৌলুস সরিয়ে রেখে এমন সাটামাটা সরল জীবনযাপন করতেই অভ্যস্ত তিনি। সেখান থেকেই মাকে নিয়ে সোজা চলে গেলেন উজ্জয়িনীতে। পুজো দিয়ে এলেন মহাকালেশ্বর মন্দিরে।
<আরও পড়ুন: ফুটবল পায়ে ব্রিটিশ-বধ! ভিন্ন স্বাদের ‘মুক্তি’র গল্প বলবেন ঋত্বিক, রইল ট্রেলার>
প্রসঙ্গত, গণেশপুজো করে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছিলেন সারা। কিন্তু মাথা নোয়াননি। বরং নিজের বাড়িতে গণপতি মূর্তি এনে মা অমৃতা সিংয়ের সঙ্গে পুজো করেছেন। গিয়েছেন কাশী বিশ্বানাথের মন্দিরে, কামাক্ষ্যা মন্দিরে। নবাব পরিবারের হয়ে কীভাবে হিন্দু দেবতার পুজো করতে পারেন সারা আলি খান (Sara Ali Khan)? প্রশ্ন তুলে ভ্রু কুঁচকেছিলেন ধর্ম ধজ্জ্বাধারীদের অনেকেই। তবে শত ট্রোল-সমালোচনাও টলাতে পারেনি সইফ-কন্যাকে। কারণ, মনে-প্রাণে তিনি সর্ব-ধর্ম সমন্বয়ে বিশ্বাসী।
সারা যেমন নমাজ পড়েন, তেমনই চার্চে যান, আবার কখনও বা মাথায় কাপড় দিয়ে দরগায় গিয়ে প্রার্থনা করেন। গত বছর কাশ্মীরে ঘুরতে গিয়েও তাই করেছেন। সদ্য ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সারা আলি কান অভিনীত 'আতরঙ্গী রে', তাঁর অভিনয় প্রশংসাও কুড়িয়েছে সিনে সমালোচকদের। বলিউডেও বেশ কয়েকটা ভাল ছবির কাজ এখন রয়েছেন তাঁর হাতে। তবে এসবের মাঝেই সুযোগ পেলে ব্যাগ-পত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন ঘুরতে। আবার কখনও বা তীর্থ সারতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন