Sara Khan Marriage: আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে কটূক্তি-কাঁটাছেঁড়া, মুখের ওপর জবাব দিলেন সারা

এক বছর ধরে প্রেমের সম্পর্কের পর তারা আইনি প্রক্রিয়ায় বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে, তাদের এই আন্তঃধর্মীয় বিবাহকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সম্প্রতি সারা একটি ভিডিও শেয়ার করেছেন...

এক বছর ধরে প্রেমের সম্পর্কের পর তারা আইনি প্রক্রিয়ায় বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে, তাদের এই আন্তঃধর্মীয় বিবাহকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সম্প্রতি সারা একটি ভিডিও শেয়ার করেছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sara1

বিয়ের পর থেকেই যা নয় তাই...

টেলিভিশন অভিনেত্রী সারা খান এবং কৃষ পাঠক ৬ অক্টোবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বিবাহের কথা ঘোষণা দেন। জনপ্রিয় টিভি সিরিজ 'বিদায়ী' এবং 'বিগ বস সিজন ৪'-এর মাধ্যমে পরিচিত পান সারা। রামায়ণ-খ্যাত অভিনেতা সুনীল লাহিড়ীর পুত্র কৃষ পাঠক-এর সঙ্গে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিশেষ বিবাহ আইনে তাঁদের বিয়ে হয়। 

Advertisment

এক বছর ধরে প্রেমের সম্পর্কের পর তারা আইনি প্রক্রিয়ায় বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে, তাদের এই আন্তঃধর্মীয় বিবাহকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।  সম্প্রতি সারা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি নিজের বিয়েকে ঘিরে ওঠা ট্রোলিং এবং সমালোচনার জবাব দিয়েছেন। ভিডিওর শুরুতে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান, যারা ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন, তারপরই তিনি বিনয়ের সঙ্গে নেতিবাচক মন্তব্যগুলোর জবাব দেন।

সারা বলেন, "কৃষ আর আমি ভিন্ন সংস্কৃতি থেকে এসেছি, কিন্তু আমাদের দুই ধর্মই আমাদের ভালোবাসা, সম্মান এবং মানবিকতার শিক্ষা দিয়েছে। আমাদের পরিবার আমাদের শিখিয়েছে - কাউকে যেন আঘাত না করি আমরা এবং প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে পারি।" 

Advertisment

Raghav Juyal: 'স্ক্যানার পার করতে হয়েছিল', রাঘবকে কাজের লোক ভেবেছিলেন মন্নতের সবাই! শাহরুখের বাড়িতে হাসির পাত্র অভিনেতা?

তিনি আরও যোগ করেন, "কোনও ধর্মই অন্য ধর্মকে ছোট করতে শেখায় না। আমরা শুধু আমাদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে জীবনের এই আনন্দ ভাগ করছি, কারও অনুমোদন চাইছি না, কারণ আমাদের পরিবার এবং আইন – দুটোই আমাদের পাশে রয়েছে।" নিজের বিশ্বাসের প্রসঙ্গে সারা বলেন, "আমার ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক একান্ত ব্যক্তিগত। আমার ঈশ্বর আমাকে ভালোবাসতে শিখিয়েছেন, ঘৃণা নয়।" 

ভিডিওর শেষে সারা জানান, খুব শীঘ্রই তারা উভয় ধর্মকেই সম্মান জানিয়ে 'নিকাহ' এবং পাহাড়ি বিয়ে-র মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। তিনি ডিসেম্বরে তাদের আনুষ্ঠানিক বিবাহ উদযাপন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভিডিওটির ক্যাপশনে সারা লেখেন, "সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, ভালোবাসা এবং শুধু ভালোবাসা।" তার স্বামী কৃষ শাহরুখের ছবির গানের লাইন তুলে লেখেন, "তুঝ মে রাব দিখতা হ্যায়… ইয়ারা, মে কেয়া করু।" 

এর পাশাপাশি, সারা ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু চিন্তাশীল বার্তাও শেয়ার করেছেন। একটিতে লেখা ছিল, "আমার নেওয়া সেরা সিদ্ধান্ত ছিল চুপ থাকা। আমি কিছু প্রমাণ করতে চাই না। আমি শুধু শান্তি খুঁজছি।" 
আরেকটিতে তিনি লিখেছেন, "মানুষের সঙ্গে ভালো আচরণ করা অনেক বেশি মূল্যবান, সেই ধর্মীয় পোস্ট শেয়ার করার চেয়ে যা আপনি নিজে মেনে চলেন না।" 

বিনোদনের খবর bollywood actress bollywood Entertainment News Today