সবে দেবীপক্ষের শুরু। অতিমারী এখনো কাটেনি। কিন্তু কলকাতা আছে কলকাতাতেই। শহরজুড়ে পুজোর রোশনাই। খুলে গিয়েছে তিলোত্তমার একাধিক বিগ বাজেট পুজোগুলোর ফিতে। প্যান্ডেল দর্শনে দর্শনার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও পুজোর আমেজে গা ভাসাতে কিন্তু বাঙালি ঠিক প্রতিবছরের মতোই ষোলোআনা মেতেছে। তারকারাও ব্যস্ত। আজ সেই পুজো প্যান্ডেল তো পরশু শহরের আরেক প্রান্তের পুজো প্যান্ডেলে ঢুঁ মারছেন বিশেষ অতিথি হিসেবে। বাদ গেলেন না শাশ্বত চট্টোপাধ্যায়ও (Saswata Chatterjee)।
শুটিংয়ের প্রয়োজনে কলকাতা টু মুম্বই উড়ানে ব্যস্ত অভিনেতা। আজ বাংলা ছবির প্রিমিয়ার তো সপ্তাহান্তে করণ জোহরের সিনেমার শুট। এককথায়, টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা বর্তমানে শাশ্বত। পুজোর ভীড় তাঁর একেবারেই না-পসন্দ। অতঃপর প্রতিবারই পরিবার ছেড়ে বন্ধুদের নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েন কোনও অফবিট ডেস্টিনেশনে। কারণ, শাশ্বতর স্ত্রী-কন্যা কলকাতার পুজো ছেড়ে বাইরে যেতে নারাজ। এবারের পুজোতেও উত্তরবঙ্গ ট্যুরের পরিকল্পনা রয়েছে অভিনেতার। কিন্তু শহর ছাড়ার আগে পুজো প্যান্ডেল মাতাচ্ছেন তিনি।
[আরও পড়ুন: পুজোর শপিং করতে গড়িয়াহাটের ফুটপাতে ‘শ্রীময়ী’! ইন্দ্রাণীকে দেখতে হুড়োহুড়ি]
বুধবার মহালয়া উপলক্ষে চালতাবাগান পুজো প্যান্ডেলে জমিয়ে ঢাক বাজালেন। তাও আবার বিক্রম ঘোষের (Bickram Ghosh) সঙ্গে। দুই শিল্পীর দ্বৈরথ আর দেখে কে? দিব্যি বিক্রম ঘোষের সঙ্গে পাল্লা দিয়ে ঢাক বাজালেন শাশ্বত চট্টোপাধ্যায়। পরনে নীল পাঞ্জাবী। ঢাকে কাঠি দিয়ে আসর জমিয়ে ফেলেছেন অভিনেতা। সঙ্গী বিক্রম ঘোষ। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্টও করতেই অনুরাগীদের কমেন্টের বন্যা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন