Debraj Ray Death: সংবাদ আপাতত এপর্যন্ত...! কণ্ঠ থামল দেবরাজ রায়ের, না ফেরার দেশে সত্যজিতের 'প্রতিদ্বন্দ্বী' অভিনেতা

Debraj Ray passed away: সংবাদ পাঠক দেবরাজের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মায়েস্ত্রো সত্যজিৎ রায়। প্রতিদ্বন্দ্বী ছবি দিয়ে সিনেমার কেরিয়ার শুরু। দুরদর্শনের অত্যন্ত জনপ্রিয় সংবাদ পাঠক ছিলেন তিনি।

Debraj Ray passed away: সংবাদ পাঠক দেবরাজের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মায়েস্ত্রো সত্যজিৎ রায়। প্রতিদ্বন্দ্বী ছবি দিয়ে সিনেমার কেরিয়ার শুরু। দুরদর্শনের অত্যন্ত জনপ্রিয় সংবাদ পাঠক ছিলেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
debraj ray

Debraj Ray Passed away: প্রয়াত দেবরাজ রায়

Debraj Ray passed Away: বাংলা ছবির এক অপূরণীয় ক্ষতি। না ফেরার দেশে সত্যজিত রায়ের টুনু দেবরাজ রায়। সিনেমা দুনিয়া তো বটেই, তবে তিনি সঙ্গবাদ পাঠক হিসেবেও জনপ্রিয় ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। 

Advertisment

সুত্রের খবর, দীর্ঘদিন কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। আজ সল্টলেকের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদ পাঠক দেবরাজের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মায়েস্ত্রো সত্যজিৎ রায়। প্রতিদ্বন্দ্বী ছবি দিয়ে সিনেমার কেরিয়ার শুরু। 

এরপর, মৃণাল সেনের ক্যালকাটা ৭১ এর মতো সিনেমার অংশ ছিলেন তিনি। কাজ করেছিলেন আরও বিখ্যাত সব পরিচালকদের সঙ্গে। তরুণ মজুমদার থেকে বিভুতি লাহা এমনকি, তপন সিনহার মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। 

আরও পড়ুন বাবার সঙ্গে মহানায়কের বাড়িতে ছোট্ট ধীর, কেমন অভিজ্ঞতা হল গৌরব পুত্রর?

Advertisment

একসময় দূরদর্শনের সংবাদ পাঠের পাশাপাশি নানা বিশেষ ঘোষণা করতেন তিনি। তাঁকে অনেকেই চিনতেন সংবাদ পাঠক হিসেবে। সিনেমার দুনিয়াতে বহুদিন কাজ করেছেন। কিন্তু, ২০১৩ সালের পর সেভাবে তাঁকে আর দেখা যায়নি। মাঝে শোনা গিয়েছিল, তিনি নাকি ইউটিউবেও অভিনয়ের ক্লাস নিতে শুরু করেন। 

উল্লেখ্য, তাঁর স্ত্রী অনুরাধা রায় নিজেও টলিপাড়ার জনপ্রিয় মুখ। শুধু তাই নয়, তাঁকে আজও নানা ধারাবাহিকে দেখা যায় ভিন্ন চরিত্রে।  

tollywood tollywood news Tollywood Television star