/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/byomkesh-759.jpg)
পুজোয় আসছে 'সত্যান্বেষী ব্যোমকেশ'।
পরমব্রত চট্টোপাধ্যায়ও ব্যোমকেশ, প্রথমে এই খবরটা শুনে কারও কারও দীর্ঘনিঃশ্বাস পড়লেও এদিনের পর সেই শঙ্কা মিথ্যে হওয়ার কথা। সায়ন্তন ঘোষালের পরিচালনা মুক্তি পেল 'সত্যান্বেষী ব্যোমকেশ'-এর টিজার। সত্যান্বেষীর মুখ পরিবর্তনের ঘোষণার পর এই প্রথমবার দেখা গেল তাঁর ঝলক। শরদিন্দু বন্দ্যোপাধ্যাযের গল্প ‘মগ্ন মৈনাক’ নিয়ে তৈরি হতে চলেছে নতুন ব্যোমকেশ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যাযের গল্প ‘মগ্ন মৈনাক’ নিয়ে তৈরি হতে চলেছে নতুন ব্যোমকেশ। সায়ন্তনের ছবিতে অজিতের ভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষ। সম্পূর্ণ এক নতুন জুটিকে পাওয়া যাবে এবারে। কাহিনির প্রেক্ষাপট থেকে পুরো ছবিটার ট্রিটমেন্ট আলাদা হবে একথা আগেই জানিয়েছিলেন নির্মাতারা। টিজারে সেই ছাপ মিলল।
আরও পড়ুন, অ্যাকশনে বাজিমাত কোয়েলের, মগজাস্ত্রে শান দিতে প্রস্তুত ‘মিতিন মাসি’
অঞ্জন দত্ত রয়েছেন ছবিতে, ছবির চিত্রনাট্যের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। ‘সত্যান্বেষী ব্যোমকেশ’-এর ক্রিয়েটিভ সুপারভাইজারও তিনিই। আর ব্যোমকেশের চিত্রনাট্যে কীভাবে দর্শক মাতাতে পারেন অঞ্জন সেকথা সর্বজনবিদিত। এর আগে সায়ন্তনের পরিচালনায় ‘যকের ধন’ ছবিতে কাজ করেছেন পরমব্রত। এছাড়াও সায়ন্তনেরই ‘সাগরদ্বীপের যকের ধন’ ছবিতেও দেখা গেছে অভিনেতাকে।
অঞ্জন দত্ত ব্যোমকেশ করছেন না। অরিন্দম শীল মিতিন মাসি নিয়ে আসছেন, তাহলে কী পুজোয় ব্যোমকেশ আসছে না? মন খারাপ হয়েছিল দর্শকের। সায়ন্তনের পরিচালনায় সত্যান্বেষী ব্যোমকেশ আশা জুগিয়েছে। আপাতত টিজার সেই উৎসাহে ভাঁটা পড়তে দেয়নি। বাকিটা জানা যাবে মুক্তির পর।