Sayak Chakraborty: সম্প্রতি নিজে নতুন জমি কিনেছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, এবং ধীরে ধীরে যেভাবে নিজেকে গুছিয়ে নিয়েছেন তাতে এইটুকু বলা যায় যে সাফল্য তিনি দেখতে শুরু করে দিয়েছেন। গতকালই সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন যে নিজের উপার্জনে নতুন জমি কিনেছেন তিনি। তার সঙ্গে একটি পোস্টও শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন...
“স্বপ্ন শুধু দেখলেই হয়না সেটা সফল করার চেষ্টা নিজেকেই করতে হয়। ম্যানিফেস্ট করার সাথে সাথে সফল করার চেষ্টাও নিজেকেই করতে হয়। মায়ের প্রতি শ্রদ্ধা আর ঈশ্বরে বিশ্বাস করে। ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাট বাড়ি এখন নিজের জমি, এবার বাড়ি বানানোর পালা। নেশা করে টাকা নষ্ট না করে, অন্যের পেছনে টাকা না উড়িয়ে, সাধারন জীবন যাপন করে, বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে,মানুষের ক্ষতি না করে, মানুষের খারাপ না চেয়ে এভাবেও ভালো থাকা যায়। আজ নিজেই নিজেকে সাবাশিয়া দিতে ইচ্ছে করছে।”
Actress Tragic Death: 'ওর বডি নিয়ে আমাদের কিছু করার নেই..', ফ্ল্যাট …
তার এই নতুন অধ্যায় প্রসঙ্গে যখন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল, সায়কের গলা শুনেই বোঝা যাচ্ছিল, যে আনন্দে আত্মহারা তিনি। বাইপাসের ধারে নতুন জমি কিনেছেন সায়ক। খুব শিগগিরই সেখানে বাড়ি বানানোর চেষ্টা করবেন। অভিনেতার কথায়, “আমার কাছে বাড়ি মানে এমন একটা জায়গা, যেখানে চার দেয়ালের মধ্যেখানে যখন আমি রাত্রিবেলা বাড়ি ফিরব, তখন শুধু আমি এবং আমার কাছের মানুষরা থাকবে। সেখানে অন্য কেউ আমাকে বিরক্ত করবে না। মা আছে বাবা আছে দাদা আছে ব্যাস। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম। আমরা যখন ফ্ল্যাট কিনলাম তখন আমাদের কাছে 3 bhk কেনার মত বাজেট ছিল না। সেই জন্য দুটো ফ্ল্যাট আলাদা নেওয়া হয়েছিল। একটু একটু করে যখন সেভিংস করতে শিখলাম, তখন দেখলাম এবার তো এটা করতেই হবে।”
প্রত্যেকটা মানুষ পেশার বাইরে আদ্যোপান্ত পারিবারিক। সায়ক নিজেও তাই। অভিনেতা বললেন, "আমি যখন ফ্ল্যাট কিনেছিলাম তখনো মাকে এরকম ভাবে আমি দেখিনি গতকাল যা দেখেছি। কালকে মাকে দেখে ফেলেছিল যখন আমি জমির কাগজটা সাইন করলাম।" কিন্তু তাঁর পোস্টটিতে তিনি আরেকটি বিষয় সম্পর্কেও লিখেছেন। তিনি জানান যে নেশা করে টাকা নষ্ট না করে, টাকা না উড়িয়ে এভাবেও ভাল থাকা যায়। অভিনেতাকে যখন এই প্রজন্মের টাকা ওড়ানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলো তিনি সোজাসুজি বললেন...
"আমার মনে হয় এই প্রজন্ম ফিউচারের কথা কম ভাবে। যে বিষয়টা আমি লিখেছি তার একটা উদাহরণ আমি দিতেই পারি, এত অল্প বয়স থেকে লোকের নেশার মধ্যে ঢুকে গিয়েছে। আমি যে এতদিন ধরে সিরিয়াল করছি আমারও লং টাইমে কোনদিন নেশা করার মতো প্রবণতা জন্মায়নি।"