Advertisment

Sayak Chakraborty: 'লীনাদির সঙ্গে কাজ করাটা অনেকদিনের স্বপ্ন, তিন রাউন্ড অডিশন দিয়ে চিরসখায় সিলেক্ট হয়েছি: সায়ক

Sayak Chakraborty Chirosokha: দীর্ঘ একবছর পর সিরিয়ালে গ্র্যান্ড কামব্যাক হল সায়ক চক্রবর্তীর। লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা 'চিরসখা'-য় সুযোগ পেয়ে কী বললেন অভিনেতা?

author-image
Kasturi Kundu
New Update
Sayak Chakraborty Chirosokha: দীর্ঘ একবছর পর সিরিয়ালে গ্র্যান্ড কামব্যাক হল সায়ক চক্রবর্তীর। লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা চিরসখা-য় সুযোগ পেয়ে কী বললেন অভিনেতা?

তিন রাউন্ড অডিশন দিয়ে চিরসখায় সিলেক্ট হয়েছি: সায়ক

Sayak Chakraborty New Bengali Serial: লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক মানেই মেগার দর্শকের একটা আলাদা আগ্রহ। নতুন মেগা 'চিরসখা'-র ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না সে কথা বলার অবকাশই রাখে না। উল্লেখ্য, প্রথমে ধারাবাহিকের নাম প্রকাশ্যে আনেননি, ২৪ ডিসেম্বর ক্রিসমাসের ঠিক আগের সন্ধ্যায় জানিয়েছেন, তাঁর নতুন সিরিয়ালের নাম 'চিরসখা'। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধছেন সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস। এছাড়াও রয়েছে আরও একটি চমক।

Advertisment

প্রায় এক বছর পর মেগায় গ্র্যান্ড কামব্যাক অভিনেতা ও জনপ্রিয় ভ্লগার সায়ক চক্রবর্তী। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে। এখন অপেক্ষা 'চিরসখা'-য় নতুনভাবে অভিনেতা সায়কের অভিনয় উপভোগ করার। সোশ্যাল মিডিয়ায় সায়কের ভ্লগ দারুণ পপুলার। সেই সঙ্গে অভিনেতা হিসেবেও তাঁর একটা বিরাট ফ্যান ফলোয়ার্স আছে।

ভক্তরা প্রায়ই তাঁর কাছে জানতে চাইতেন আবার কবে টেলিভিশনে তাঁকে দেখা যাবে। অবশেষে সেই অপেক্ষার অবসান। লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা ' চিরসখা'-য় বাংলা সিরিয়ালের দর্শক আরও একবার দেখতে পাবে তাঁদের প্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীকে। এর আগেও স্টার জলসার বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন। 'বউ কথা কও' ধারাবাহিকে শিশু শিল্পী হিসেবেই হাতেখড়ি।

সেই দিক থেকে দেখতে গেলে 'ঘর ওয়াপসি'-ই হল সায়কের। জানুয়ারি থেকেই হবে টেলিকাস্ট। কিন্তু, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হল প্রথমবার। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে সায়কের সঙ্গে যোগাযোগ করা হয়। এক বছর অপেক্ষার পর কামব্যাক প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক কলই পেয়েছিলাম। কিন্তু, প্রতিদিনের শ্যুটিং সিডিউলের সঙ্গে আমার সময় ঠিক মতো ম্যাচ করছিল না। চরিত্রগুলোও খুব একটা মনপসন্দ ছিল না। সেই জন্য ভ্লগটাই করছিলাম। কিন্তু, কাজের যে তৃপ্তি সেটা তো আর ভ্লগ থেকে পাচ্ছিলাম না। লীনা দির সিরিয়ালে সুযোগ পেয়ে এক বছর আবার চেনা ছন্দে ফিরতে পারলাম।'

Advertisment

লীনা দি-র সঙ্গে কাজ করার ইচ্ছে নিয়ে কথা বলতে গিয়ে সায়ক বলেন, '২০১০ থেকে যখন আমি কাজ শুরু করি তখন থেকেই দিদিকে মেসেজ করতাম। এত ভাল গল্প, এত সুন্দর সংলাপ...শুধু ভাবতাম যদি কোনওদিন একটু সুযোগ পেতাম। ফাইনালি এত বছর পর সুযোগটা এল।' চিরসখা-তে কাজের সুযোগ কী ভাবে পান সায়ক? অভিনেতার সংযোজন, 'আমি লীনা দি-কে মেসেজ করেছিলাম। আমাকে অডিশন দিতে বলেছিলেন। তিন রাউন্ড অডিশন দিয়ে আমি সিলেক্ট হয়েছি।' 

এই ধারাবাহিকে কেমন চরিত্রে দেখা যাবে সায়ককে? সেটা অবশ্য সারপ্রাইজই রেখেছেন। শুধু বলেছেন, 'সাপোর্টং চরিত্র। তবে ভীষণই প্রমিন্যান্ট। বাস্তবে আমি যেমন চরিত্রটাও একদম সেইরকম। বাকিটা দর্শক দেখবে।' ভ্লগ আর সিরিয়ালের মধ্যে দর্শক সায়ক চক্রবর্তীকে কোনটাই বেশি নম্বর দেবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি যখন ভ্লগ করি তখন সকলে কমেন্ট বক্সে অনেকেই লিখতেন সিরিয়ালে কবে ফিরবে। আসলে আমাকে দর্শক মেগায় দেখতে চায়।'

অনেক সিরিয়ালের ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়ছে। এইরকম পরিস্থিতিতে...সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে সায়ক বলেন, 'সব জায়গাতেই একটা অনিশ্চয়তা থাকে। আমি নিজেও তো একবছর বসে ছিলাম। কাজ ছিল না। এই পেশাটা তো ভালবেসে বেছে নিয়েছি। নতুন যেহেতু শুরু হচ্ছে, তাই শেষের কথা নাই বা বললাম। আশা রাখব খুব ভাল হবে। দর্শকের ভাল লাগবে।'

এক বছর পর কাজে ফিরে কোনও অসুবিধা? 'যাঁরা এই সিরিয়ালে কাজ করছেন তাঁদের সঙ্গে আগে কখনও কাজ করিনি। ছোট থেকে ওদের কাজ দেখে বড় হয়েছি। ভীষণ সাপোর্টিভ। মনেই হচ্ছে না আমি এই হাউজে নতুন। পরিচালক তো অতুলনীয়।' নতুন বছরে সায়ক চক্রবর্তীকে নতুনভাবে পাওয়ার অপেক্ষায় বাংলা মেগার দর্শক। 

আরও পড়ুন: অসম প্রেমের গল্প বুনছেন লীনা, প্রথমবার সুদীপ-অপরাজিতা জুটি নিয়ে কী বলছেন চিত্রনাট্যকার?

Bengali Serial Star Jalsha Leena Gangopadhyay Bengali serial TRP
Advertisment