পরিচালক ঋতুপর্ণ ঘোষের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন লেখক-পরিচালক রামকমল মুখোপাধ্যয়। ঋতুপর্ণকে নিয়েই তৈরি করছেন ছবি 'সিজনস গ্রিটিংস'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজর পোস্টার।
তবে 'সিজনস গ্রিটিংস' কিন্তু ঋতুপর্ণ ঘোষের বায়োপিক নয়। একথা স্পষ্ট করেছেন পরিচালক নিজেই। "সম্পর্কের সমীকরণকে যিনি নতুন সংজ্ঞা দিয়েছেন তাঁর সামনে অন্তত ভালবাসার প্রমাণ দেওয়াটা বোকামি। তবে শ্রদ্ধা জানানো যায়। সেই উদ্দেশ্যেই 'সিজনস গ্রিটিংস'।"
মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে এই ছবি, যা এসোর্টেড মোশন পিকচারস ও এস এস ১ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে। অরিত্র দাসের প্রযোজনায় ছবির সহকারী পরিচালক অভ্র চক্রবর্তী৷ রাজীব মজুমদারের লেখা গল্প অবলম্বনে তৈরি এই ছবির চিত্রনাট্যের ভার চন্দ্রোদয় পালের ওপরে৷
আরও পড়ুন, টলিউড ইন্ডাষ্ট্রির বাজার রক্ষা করছে জনপ্রিয় ডিজিটাল অ্যাপ
কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হবে এই ছবির। পরিচালকের কথায়, সাংবাদিক থাকাকালীন খুব কাছ থেকে দেখেছেন ঋতুপর্ণকে। "আমার দেখা অন্যতম সেরা পরিচালক তিনি। তাঁর ছবির ডিটেলিং ও শৈলী আমাকে উদ্বুদ্ধ করে।"
এষা দেওলকে নিয়ে কেকওয়াক ছবি দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু রামকমলের। জুলাইয়ের মাঝামাঝি সময়েই শুরু হয়ে যাবে সিজনস গ্রিটিংসের শ্যুটিং।