Advertisment
Presenting Partner
Desktop GIF

একসঙ্গে পর্দায় লিলেট দুবে ও পাওলি দাম

পরিচালক ঋতুপর্ণ ঘোষের পঞ্চম মৃত্যুবার্ষিকীতেই জানিয়েছিলেন ঋতুপর্ণকে নিয়ে তৈরি করছেন ছবি। তবে ‘সিজনস গ্রিটিংস’ কিন্তু ঋতুপর্ণ ঘোষের বায়োপিক নয়। একথা স্পষ্ট করেছেন পরিচালক নিজেই।

author-image
IE Bangla Web Desk
New Update
প্লেব্যাক গানের জগতে প্রবেশ কুমার শানুর পুত্রের

‘সিজনস গ্রিটিংস’ ছবিতে একসঙ্গে দেখা যাবে অভিনেত্রী পাওলি দাম ও লিলেট দুবেকে।

সম্পর্কের সমীকরণকে যিনি নতুন সংজ্ঞা দিয়েছেন তাঁর সামনে অন্তত ভালবাসার প্রমাণ দেওয়াটা বোকামি। তবে শ্রদ্ধা জানানো যায়। কথাটা পরিচালক রামকমল মুখোপাধ্যায় একসময় জানিয়েছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে। এবারে তিনি তৈরি করছেন ‘সিজনস গ্রিটিংস’। আর সেই ছবিতেই একসঙ্গে দেখা যাবে অভিনেত্রী পাওলি দাম ও লিলেট দুবেকে। পরিচালক ঋতুপর্ণ ঘোষের পঞ্চম মৃত্যুবার্ষিকীতেই জানিয়েছিলেন ঋতুপর্ণকে নিয়ে তৈরি করছেন ছবি। তবে ‘সিজনস গ্রিটিংস’ কিন্তু ঋতুপর্ণ ঘোষের বায়োপিক নয়। একথা স্পষ্ট করেছেন পরিচালক নিজেই।

Advertisment

মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে এই ছবি। মায়ের চরিত্রে লিলেট দুবে এবং মেয়ে পাওলি। রাজীব মজুমদারের লেখা গল্প অবলম্বনে তৈরি এই ছবির চিত্রনাট্যের ভার চন্দ্রোদয় পালের ওপরে৷ আর রামকমলের সঙ্গে ছবির পরিচালনার দায়িত্ব সামলাবেন অভ্র চক্রবর্তী। লিলেট দুবে বলেন, ''দুবাইয়ে একটি অ্যাওয়ার্ড শোতে রামকমলের সঙ্গে পরিচয়, সেখানেই ছবিটার অফার দিয়েছিল আমায়। আমি ওঁকে চিনি লেখক ও সাংবাদিক হিসাবে। তবে যেদিন ও চিত্রনাট্যটা আমায় শোনালো আমার মনে হয়েছিল ছবিটা ভাল হবে, আর বিশেষ করে রামকমল অন্যরকমভাবে সেটা পর্দায় তুলে ধরতে পারবে''।

publive-image লিলেট দুবে, পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও পাওলি দাম।

আর পরিচালকের কথায়, ''পাওলি অভিনেত্রী হিসাবে এখন অনেক বেশি পরিণত। এই গল্পে নির্দিষ্ট বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন যা শুধুমাত্র পাওলিই করতে পারবে। নাটকের মতো, মাছের ঝোল বা জুলফিকরের মত ছবিতে ও নিজের বহুমুখী প্রতিভাকে প্রমাণ করেছে। বলিউড ওকে সেভাবে কখনও কাজে লাগায়নি''। আর পরিচালক আবার বলেন, ''লিলেট দুবে থিয়েটারের অভিনেত্রী, ওনার হিন্দি ও ইংরাজী ভাষাতে যে দক্ষতা আছে তা অনবদ্য। এই ছবিতে মায়ের চরিত্রের জন্য উনি পারফেক্ট''। কিন্তু ছবির নাম সিজন গ্রিটিংস কেন? ''কারণ ধন্যবাদ জানাতে আমরা তো গ্রিটই ব্যবহার করি আর সিজন তো 'ঋতু'রই অন্য নাম'', রামকমল মুখোপাধ্যায়।

আরও পড়ুন, পুজোয় ‘ব্যোমকেশ গোত্র’, মুক্তি পেল টিজার

এটা পরিচালকের দ্বিতীয় হিন্দি ছবি। ছবির সিনেমাটোগ্রাফার প্রভাতেন্দু মন্ডল আর সঙ্গীতপরিচালনায় শৈলেন্দ্রর-সায়ন্তী। এরআগে এষা দেওলকে নিয়ে তৈরি করেছিলেন কেকওয়াক। অক্টোবরেই শুটিং শুরু হবে তিরিশ মিনিটের এই ছবির।

paoli dam
Advertisment