/indian-express-bangla/media/media_files/2025/09/25/actor-2025-09-25-10-15-19.jpg)
না ফেরার দেশে অভিনেতা...
হিমাচল প্রদেশের চাম্বায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। প্রবীণ অভিনেতা অম্রেশ মহাজন (৭০), যিনি প্রায় ২৫ বছর ধরে চাম্বা চৌগানের রামলীলার সঙ্গে যুক্ত ছিলেন, মঞ্চে অভিনয় করার সময় প্রাণ হারালেন। মঙ্গলবার রাত প্রায় ৮টা ৩০ মিনিটে রাজা দশরথের চরিত্রে সংলাপ বলার সময় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।
সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, মহাজন সিংহাসনে বসা অবস্থায় হঠাৎ বাম দিকে হেলে পড়েন। পাশে থাকা ঋষির চরিত্রে অভিনয় করা অভিনেতার কাঁধে মাথা রাখেন। প্রথমে সহ-অভিনেতা ভেবেছিলেন এটি অভিনয়ের অংশ, কিন্তু দ্রুত বুঝতে পারেন কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে। প্রায় ১০ সেকেন্ড নাটক চলতে থাকে, এরপর ব্যাকস্টেজ দল এগিয়ে এসে মঞ্চের পর্দা নামায়। পরেই, মহাজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু শেষরক্ষা হল না। অভিনেতা নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা শ্রেষ্ঠ অভিনয় করতে করতেই চলে গেলেন না ফেরার দেশে। পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
Salman Khan: যন্ত্রণায় ছটফট করেছেন, আত্মঘাতী রোগে জর্জরিত সলমন, নিজে মুখেই শোনালেন দুর্দশার কথা
ঘটনার ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভারতে হৃৎপিণ্ডজনিত রোগ ও আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক দর্শক লিখেছেন, “আমি টিভিতে সরাসরি এটি দেখেছি। ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যায় না। হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট ভিন্ন বিষয়।” অন্য একজন মন্তব্য করেছেন, “তাঁর আত্মার শান্তি কামনা করি।”
বিশেষ তাৎপর্যপূর্ণ হলো, মহাজন এবছর আয়োজকদের জানিয়েছিলেন এটাই তাঁর শেষ রামলীলার অভিনয়। অবসর নেওয়ার পরিকল্পনা থাকায় তিনি এই বছরটিকে বিদায়ী মঞ্চাভিনয় হিসেবে বেছে নিয়েছিলেন।
উল্লেখযোগ্যভাবে, গত বছর দিল্লির শাহদারায়ও অনুরূপ এক ঘটনা ঘটেছিল। সুশীল কৌশিক নামের এক ব্যবসায়ী, যিনি রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছিলেন, সংলাপ বলার সময় বুক চেপে ধরে হঠাৎ মঞ্চের বাইরে গিয়ে লুটিয়ে পড়েন এবং সেখানেই প্রাণ হারান।