'পাঠান' ছবির সাফল্য আকাশছোঁয়া। রেকর্ড ভেঙে চুরমার! শাহরুখকে নিয়ে মাতামাতি। আবার কেউ কেউ বাঁকা চোখে দেখছেন অনেকেই। বেশিরভাগের নজরে 'পাঠান' কামাল করে দিয়েছে। তবে, সাফল্যের নেপথ্যে কে রয়েছেন?
সাফল্যের কারিগরদের সামনে আনলেন শাহরুখ। 'পাঠান' ছবির পেছনে কাদের হাত রয়েছে? এরমধ্যেই প্রযোজক আদিত্য চোপড়াকে নিয়ে নানান মন্তব্য শোনা যাচ্ছে। শুধু তাই নয়, প্রোমোশনের বিষয়টা দারুণ খেলেছেন যশরাজ, নানান জল্পনা সেই নিয়েও। তবে, এবার নেপথ্যের কারিগরদের নিয়ে গর্বিত শাহরুখ। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন দুই মায়েস্ত্রোর।
সোশ্যাল মিডিয়ায় এখন সুপারহিট কিংখান। #Asksrk এর মাধ্যমে ফ্যানেদের সঙ্গে রীতিমতো কথোপকথন চালিয়েছেন শাহরুখ। ভক্তদের যেমন মজাদার উত্তর দিয়েছেন, তেমন মাঝেমধ্যেই সাহস জুগিয়েছেন অনেককেই। এবার এক ভক্তের দাবি, 'পাঠান' তৈরির আগে কতগুলো স্ক্রিপ্ট বানিয়েছেন? 'পাঠান' এর সাফল্য কার হাত ধরে এল? উত্তরে, শাহরুখ বললেন, কেবলমাত্র প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ যা সিদ্ধান্ত নিয়েছেন সেই পথেই আমরা এগিয়েছি।
আরও পড়ুন < বক্সঅফিসে আগুন! কালো পোশাকে শরীর ঢেকে লুকিয়ে ঘুরছেন ‘পাঠান প্রেমিকা’ দীপিকা >
ধুঁয়াধার অ্যাকশান এবং শাহরুখের ডায়লগ থ্রো মন কেড়েছে দর্শকদের। ৫৬ বছর বয়সে, কিং খান কাঁপিয়েছেন সিনেপর্দা। প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে এই সিনেমা নিষিদ্ধ করতে হিন্দু সংগঠনগুলির বয়কটের ডাক দিয়েছিল। একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে। মুক্তির দিনও মেলেনি ছাড়! বিহারের এক সিনেমাহলে ছেঁড়া হয়েছে শাহরুখের পোস্টার। ভোপালে সাতসকালে বন্ধ করে দেওয়া হয়েছে শো। কর্ণাটকের এক প্রেক্ষাগৃহে পাথরবৃষ্টি করেছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। মধ্যপ্রদেশেও বিক্ষোভ দেখা দিয়েছে ‘পাঠান’ নিয়ে। তবে সমস্ত বিতর্ক, রাজনীতিকে ছাপিয়ে হইহই করে চলছে শাহরুখ খানের ‘পাঠান’।