বর্ষীয়ান অভিনেতাদের কাছ থেকে কত কিছু শেখা যায়? এমনিই এমনিই বলে না যে তারা একেকটা ইনস্টিটিউশন। সেই মানুষদের সঙ্গে বসে থাকলেও অনেককিছু জানা যায়। ঠিক এমনি এক ঘটনার বর্ণনা দিলেন শাহরুখ খান।
অমিতাভের জন্মদিন উপলক্ষে গতকাল এক নিদারুণ বার্তা দিয়েছিলেন শাহরুখ। আর তাঁদের নিয়ে এমনিও সবসময় আলোচনা হতেই থাকে। ডন ৩ ছবিতে তাঁদের একসঙ্গে আশা করছিলেন সকলে। যদিও, সেই আশায় জল। আবার কবে তাঁদের একসঙ্গে দেখা যাবে সেই নিয়েও নানা আলোচনা। তবে, একবার অমিতাভ নিজেই শাহরুখকে এক গুরু বাণী শুনিয়েছিলেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন কিং খানের সঙ্গে। সেটা কী?
শাহরুখকে এমন শিক্ষা দিয়েছিলেন অমিতাভ, যাতে কোনোদিন তাঁকে সমস্যায় পড়তে না হয়। শাহরুখ তখন অল্প বয়স। রক্ত গরম। অমিতাভ তাঁকে বলেছিলেন, "সবসময় মনে রাখবে তুমি যেটা করবে সেটা ভুল। তাই, হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবে। আমি তো তখন একদম ছোট, সোজা জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমি দোষ না করলে ক্ষমা চাইব কেন?" তারপরেও নিজের কথায় অটল থাকেন বিগ বি। শাহরুখকে বারং বার বলতে থাকেন, "না! তোমায় মাথা নিচু করে থাকতেই হবে।"
আরও পড়ুন - ‘দুঃস্বপ্ন আসত রাতে, ঘুম ভেঙে যেত…’, জয়দীপকে থ্রেট দিয়েছিলেন আলিয়া!
তারকার অহংকার থাকতে নেই। তাঁকে সবসময় মধুর শব্দ বলতে হয়। শাহরুখকে ওয়াংখেড়ে স্টেডিয়াম গন্ডগোলের পরে সেভাবে আর কোনও সমস্যায় তাঁকে জড়াতে দেখা যায়নি। এখানেই শেষ নয় অমিতাভ তাঁকে আরও বলেছিলেন, "সবসময় নিচু গলায় কথা বলবে। ধরো কেউ তোমায় মেরেও দিল, তাও তুমি ঘুরিয়ে মেরো না। তাহলে লোকে বলবে তুমি ড্রাংক! নেশা করে আছো। যেটা তুমি করে নেই। তাও বলবে..."
সারাজীবন এই কথা মনে রেখে দিয়েছেন শাহরুখ। যতই রাগ হোক, এখন আর তিনি সহজে প্রতিক্রিয়া দেন না। আজও, তাঁকে তরকাসুলোভ আচরণ, খুব কম করতেই দেখা যায়। এমনকি, পরপর দুটি ছবি হিট দিয়েও ফের কাজে ফিরে গিয়েছেন তিনি। কারণ, ডিসেম্বর আবারও তার ছবির অপেক্ষায়। ডানকী আসছে।