Shah Rukh Khan 53 Birthday and Zero Trailer Release: সব মিলিয়ে শাহরুখ ফ্যানেদের আজ উন্মাদনা তুঙ্গে। প্রতিবারের মতো একই ঢঙে মন্নতের বারান্দায় ভক্তদের জন্য হাজির হয়েছিলেন তিনি। অগণিত শুভেচ্ছাবার্তা আবারও প্রমাণ করেছে ৫২-তেও বহাল এই নায়কের ক্রেজ।
Shah Rukh Khan 53 Birthday and Zero Trailer Release: সব মিলিয়ে শাহরুখ ফ্যানেদের আজ উন্মাদনা তুঙ্গে। প্রতিবারের মতো একই ঢঙে মন্নতের বারান্দায় ভক্তদের জন্য হাজির হয়েছিলেন তিনি। অগণিত শুভেচ্ছাবার্তা আবারও প্রমাণ করেছে ৫২-তেও বহাল এই নায়কের ক্রেজ।
Shah Rukh Khan 53 B'Day: বলার অপেক্ষা রাখে না, আজ বাদশার জন্মদিন। সকাল থেকেই স্বাভাবিক ভাবেই, স্যোশাল মিডিয়া ভরে গিয়েছে কিং খানকে জানানো শুভেচ্ছা বার্তায়। কেউ বারোটার পর কেক কাটছেন, কেউ বা মন্নতের সামনে ধর্না দিয়েছেন। সব মিলিয়ে শাহরুখ ফ্যানেদের আজ উন্মাদনা তুঙ্গে। প্রতিবারের মতো একই ঢঙে তাঁর বাড়ি মন্নতের বারান্দায় ভক্তদের জন্য হাজির হয়েছিলেন তিনি। অগণিত শুভেচ্ছাবার্তা আবারও প্রমাণ করেছে, ৫২-তেও একইরকম বহাল এই নায়কের ক্রেজ।
Advertisment
তবে কিং খানের এ বছরের জন্মদিনটা কাটছে অন্যরকম। আজই বিকেল ৩টে নাগাদ আইম্যাক্স ওয়াডালাতে জিরো ছবির ট্রেলার প্রকাশ করবেন শাহরুখ খান। কেমন কাটছে তাঁর জন্মদিন, তা জানিয়েও একটি টুইট করেছেন এসআরকে। ফ্যানেদের থেকে শুরু করে তারকা, খেলোয়াড়, প্রত্যেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন টুইটারে।
প্রসঙ্গত, ট্রেলার মুক্তি পাওয়ার ঠিক একদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির দুটি পোস্টার। শাহরুখ ও ক্যাটরিনার প্রথম পোস্টারে রোমান্টিক পোজ হলেও দ্বিতীয় পোস্টারে প্রাণোচ্ছল মেজাজে কিং খান-অনুষ্কা। এদিকে একটা বিষয়ে বেশ বোঝা যাচ্ছে যে, প্রচারের কৌশলে সবাইকে ছাপিয়ে যেতে পারে টিম জিরো। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে বামনের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে, চরিত্রের নাম বুয়া সিং। ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল জিরো-র। পরে তা পিছিয়ে যায়। আজ মুম্বইয়ে বিশাল ইভেন্টে মুক্তি পাবে জিরোর ট্রেলার। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে রেড চিলিজ এন্টারটেনমেন্টের এই ছবি।
Advertisment
প্রত্যেক বছরের মত এ বছরও কিং খান জন্মদিনে ধরা দিলেন তার ফ্যানদের কাছে, ছবি : অমিত চক্রবর্তী
৫৩ তম জন্ম দিনকে স্মরণীয় করে রাখার জন্যই বোধহয় লঞ্চ করল জিরোর ট্রেলার। , ছবি : অমিত চক্রবর্তী
এবছরের জন্মদিনেও ব্যতিক্রম ঘটল না , ছবি : অমিত চক্রবর্তী
কোলে ছোট ছেলে আব্রাহামকে নিয়ে জন্মদিনের সকালে , ছবি : অমিত চক্রবর্তী
Wishing my dear friend, a very Happy Birthday! @iamsrk may you have an even more successful year ahead! Sending you the best wishes & vibes today and always! Looking forward to see you create magic again on screen in #Zero! ❤ pic.twitter.com/K2Fs9b4wXt
Guys, I just saw the trailer of Zero. Just one word... OUTSTANDING!!! Congratulations @aanandlrai ! #Katrina is fantastic! @AnushkaSharma is unbelievable! @iamsrk, you have outdone yourself!
Can't wait to to watch the film!
Love.
a.