Advertisment
Presenting Partner
Desktop GIF

এয়ার ইন্ডিয়ার অ্যাম্বাসাডর হতে চান শাহরুখ খান

নিউ ইয়র্ক থেকে মুম্বই ফেরার জন্য এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নিয়েছিলেন শাহরুখ খান। এয়ার লাইনের ব্যবহার ও সার্ভিসে মুগ্ধ বলিউড বাদশা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এয়ার ইন্ডিয়ার সার্ভিয়ে মুগ্ধ শাহরুখ খান

এয়ার ইন্ডিয়ার সার্ভিয়ে মুগ্ধ হয়ে রবিবার শাহরুখ খান বলেন, তিনি নিজেকে এয়ার ইন্ডিয়ার অ্যাম্বাসাডর হিসাবে ঘোষনা করেন, যদিও সেটা আনুষ্ঠানিকভাবে নয়। তারকার প্রশংসা পেয়ে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়, তারা কিং খানের প্রশংসা পেয়ে গর্বিত। ঋণভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া তাদের খারাপ পরিষেবার কারণে উজ্জ্বল উদাহরণ হওয়ার পরিবর্তে বার বার সমালোচনার মুখে পড়েছে এবং তারা নিজেদের ভাগ্য ঘোরাতে বদ্ধ পরিকর।

Advertisment

এই পরিপ্রেক্ষিতেই এয়ার লাইনের তরফে বলা হয়, তারকার বলা কথাগুলো তাদের আরও উদ্বুদ্ধ করবে। নিউ ইয়র্ক থেকে মুম্বই ফেরার জন্য এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নিয়েছিলেন শাহরুখ খান। এয়ারলাইনের অফিসিয়াল সূত্রে খবর, রবিবার মুম্বইয়ে পৌছন বলিউড বাদশা।
নেমেই টুইট করে নিজের ভাললাগার কথা জানান তিনি।

আরও পড়ুন, বিয়ের পর দেশে ফিরলেন বাজিরাও-মস্তানি, দেখুন কেমন ছিল সেই গ্র্যান্ড ওয়েলকাম

এয়ার ইন্ডিয়া টুইট করে জানায়, '' 'মহারাজা', টকিং খান'-কে নিজের পরিষেবা দিতে পেরে আহ্লাদিত। এয়ার লাইনের তরফে বলা হয়, এয়ার ইন্ডিয়া পরিবার ভীষণ খুশি আপনার প্রংশসা পেয়ে, যা আমাদের কাছে অত্যন্ত উৎসাহদায়ক। কিং খান মাহারাজা-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলে সেটা আমরা বাধিত হব''।

প্রসঙ্গত, অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা এয়ার ইন্ডিয়া নিয়ে শাহরুখ খানের টুইটকে রিটুইট করেন।

Read the full story in English 

Air India
Advertisment