SRK- Abhijit Bhattacharya: 'ও যতক্ষন না পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে...', দুয়া লিপার কনসার্টের পর শাহরুখের সঙ্গে অশান্তি বাড়ছে অভিজিতের?

Abhijit Claimed if Shah Rukh: শাহরুখের একের পর এক হিট গানের নেপথ্যে রয়েছে অভিজিৎ। বলা উচিত সনু নিগম এবং অরিজিৎ সিং এর আগে শাহরুখ খানের বেশিরভাগ গানই তিনি গেয়েছেন। কিন্তু সেই মানুষটাকে…

Abhijit Claimed if Shah Rukh: শাহরুখের একের পর এক হিট গানের নেপথ্যে রয়েছে অভিজিৎ। বলা উচিত সনু নিগম এবং অরিজিৎ সিং এর আগে শাহরুখ খানের বেশিরভাগ গানই তিনি গেয়েছেন। কিন্তু সেই মানুষটাকে…

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
srk-abhijit

SRK-Abhijit: দুজনের বিতর্ক তুঙ্গে...

'যতক্ষণ না পর্যন্ত আমার কাছ থেকে ক্ষমা চাইছে...', বলিউডের খ্যাতনামা শিল্পী অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে শাহরুখ খানের বিরোধ বীভৎস মাত্রায় গিয়ে পৌঁছেছে। যে অভিজিৎ এক সময় শাহরুখ খানের জন্য প্রচুর গান গেয়েছেন, সে মানুষটি কেন কিং খানের উপর এত বিরক্ত? কারণ জানিয়েছেন নিজেই। 

Advertisment

শেষ কিছুদিন তিনি খুব আলোচনায় রয়েছেন। কারণ, দুয়া লিপা মুম্বাইতে শো করতে এসে লেভিটিং এবং ও লারকি জো গানের বিখ্যাত ম্যাশ আপে পারফর্ম করেছেন। আর অভিজিতের সেখানে আপত্তি যে তার এই গানটিতে পারফর্ম করার পরও তাকে ক্রেডিট দেওয়া হয়নি। এই নিয়ে তিনি সমাজ মাধ্যমেও লিখেছিলেন। তবে এবার, ঠিক কি কারনে শাহরুখ খানের জন্য গান গাওয়া তিনি বন্ধ করে দিয়েছেন সে প্রসঙ্গেই মুখ খুলেছেন।

শাহরুখের একের পর এক হিট গানের নেপথ্যে রয়েছে অভিজিৎ। বলা উচিত সনু নিগম এবং অরিজিৎ সিং এর আগে শাহরুখ খানের বেশিরভাগ গানই তিনি গেয়েছেন। কিন্তু সেই মানুষটাকেই নাকি ঠিকঠাক ট্রিট করতেন না বাদশা। অভিজিৎ এক সাক্ষাৎকারে জানিয়েছেন...

Advertisment

আরও পড়ুন  -  Mostofa Sarwar Farooki: পর্দায় হাসিনার মা হয়েছিলেন বউ তিশা, সেই মুজিব-কন্যাকে স্বৈরাচারী বলে ভারতকে চোখরাঙানি ফারুকীর

"যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন আপনার আর কিছু করতে ইচ্ছে করে না। তখন মনে হয় যথেষ্ট হয়েছে। আমি শাহরুখের জন্য কোন গান গাইনি আমি নিজে কাজের জন্য গান গাইতাম। কিন্তু যখন দেখলাম তারা সবাইকে স্বীকৃতি দিচ্ছে, এমন কি একজন চা বিক্রেতা জিনিস সেটে চা পরিবেশন করেন, তাকেও স্বীকৃতি দেন, কিন্তু আমাকে দেন না তখন মনে হয়েছিল, এভাবেই যদি চলতে থাকে তাহলে আমি কেন আপনার হয়ে গান গাইবো?" শিল্পী এখানেই থামলেন না। বরং বাকিদের কথা উল্লেখ করে আরো বললেন...

"আমার সমসাময়িক যারা গায়ক, তারাও আমার কাছে এসে বলেছে এটা ভুল। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে তোমরাও থেমে যাও ওর জন্য যেও না, তারপর আমি দেখব কি হয়। আমি তাদেরকে বলেছিলাম পরিচালক ফারাহ খানের সঙ্গে গিয়ে কথা বলতে। ওদের বলতে বলেছিলাম যে ক্রেডিট না দিলে যেন সিনেমার জন্য গান গাইব না। তারা বলল তুমি গিয়ে ফারাহকে বল। আমি প্রচুর তারে বলেছিলাম কেন যাব? আমি দরকার পড়লে সরাসরি শাহরুখকে বলব, যে তুমি যদি ক্ষমা না চাও তাহলে আমি তোমার জন্য গান গাইবো না।"

এরপরে অভিজিৎ জানিয়েছেন তার কোন ক্ষোভ নেই। শাহরুখের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ভেঙে যায়নি। কিন্তু গায়কের দাবি শাহরুখ এখন এত বড় তারকা যে তিনি এখন শুধু মানুষ নয়। তিনি বোধহয় বুঝতে পারছেন না তিনি কোন উচ্চতায় পৌঁছে গেছেন। সে কারণে কিং খানের থেকে আর বেশি কিছু আশা করেন না তিনি।


 

 

bollywood Shah Rukh khan Bollywood Actor