New Update
![IE 100: দেশের ক্ষমতাশালী ১০০ জনের তালিকায় শাহরুখ-কঙ্গনা, আর কে রয়েছেন?](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/king.jpg)
আরও বিলাসবহুল কিং খানের ছ'তলা মন্নত!
আরও বিলাসবহুল কিং খানের ছ'তলা মন্নত!
SRK-Gauri Mannat: বলিউড বাদশা শাহরুখ খানের রাজপ্রাসাদ 'মন্নত' মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান। শাহরুখ ভক্তরা যদি সুযোগ পায় তাহলে মন্নতের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করতে ভোলে না। শাহরুখের সিনেমা নিয়ে অনুরাগীদের মধ্যে যেমন উত্তেজনা থাকে তেমনই মন্নত নিয়েও জানার অনেক আগ্রহ। কিং খানের মন্নত এবার যেন সত্যিই আকাশ ছুঁয়ে ফেলবে! আরও বিলাসবহুল হচ্ছে শাহরুখের মন্নত।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, শাহরুখ খানের ছ'তলা ম্যানশনকে আরও আকর্ষণীয় করে তুলবেন গৌরী খান। যিনি পেশায় একজন ইন্টিরিওর ডিজাইনার। সূত্রের খবর, আরও দুটি তলা বাড়াবে মন্নতের। যার পুরোটা ডিজাইন করবেন শাহরুখ পত্নী। ২৭ হাজার স্কোয়ার ফুটের সম্পত্তি-তে রয়েছে পাঁচটি বেডরুম, একটি প্রাইভেট মুভি থিয়েটর, ফিটনেস সেন্টার, একটি সুইমিং পুল, লাইব্রেরি ও প্রাণ খুলে শ্বাস নেওয়ার জন্য একটি সুন্দর প্রাঙ্গন।
শাহরুখের মন্নতের কাজ কবে শুরু হবে সেই বিষয়ে আপাতত কিছু জানা যায়নি। তবে লেটেস্ট আপডেট, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA)-এর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন গৌরী খান। জামা যাচ্ছে, আরও দুটি ফ্লোর তৈরিতে খরচা আনুমানিক ২৫ কোটি। কীস কারণে আরও দুটি ফ্লোর তৈরি করা বহে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
গৌরীর আবেদন গৃহিত হলে তবেই মন্নতের কাজ শুরু করতে পারবেন গৌরী। প্রসঙ্গত, ১৯৯৭-এ শাহরুখের কেরিয়ার গ্রাফ যখন ঊর্ধমুখী তখন হেরিটেজ ভিলা ভিয়েনায় শ্যুটিং করছিলেন। সেই সময় ওই বাংলোর মালিক ছিলেন নরিমান কে. দুবাশ। বাই খরশেদ ভানু সঞ্জনা ট্রাস্টের অন্তর্গত এই বাংলো ২০০১-এ কিনে নেন শাহরুখ। নাম পরিবর্তন করে রাখেন 'মন্নত'। আগামী দিনে শাহরুখের স্বপ্নের মন্নতকে গৌরী কী ভাবে আরও আকর্ষণীয় করে তোলেন এখন সেটা তো সময় বলবে।