/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/Shah-Rukh-Khan.jpg)
নেটফ্লিক্স সিরিজ বেতাল-ও প্রযোজনা করছেন শাহরুখ। ফোটো- ইনস্টাগ্রাম
দেশের উদীয়মান চিত্রপরিচালকদের জন্য লকডাউনে দারুণ সুযোগ এনে দিলেন শাহরুখ খান। লকডাউনে ঘরে বসে ভূতের ছবি বানিয়ে যদি আপনি হতে পারেন সেরাদের মধ্যে একজন, তবে শাহরুখের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে আপনার।
কিং খান তাঁর প্রযোজিত আসন্ন ওয়েব সিরিজ বেতাল-এর প্রচারের জন্য এমনই এক অভিনব পন্থা বাছলেন। দেশব্যাপী চলা লকডাউনের কথা মাথায় রেখেই দেশের উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি প্রতিযোগীতার কথা শনিবার ঘোষণা করেন বাদশা। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস প্রযোজিত এই ওয়েব সিরিজটিতে মুখ্য চরিত্রে রয়েছেন বিনীত কুমার, অহনা কুমরা, সুচিত্রা পিল্লাই। ২৪ মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই বেতাল সিরিজ।
আরও পড়ুন, ‘রাজশ্রী’র দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সুখবর! মা হচ্ছেন শুভশ্রী
টুইটারে শাহরুখ লেখেন, "যেহেতু এই ঘরবন্দি মুহুর্তে আমরা হাতে কিছুটা সময় পেয়েছি তাহলে সেই সময়ে সবাই একটা কাজ করি। ভূতুড়ে থিমকে রেখে একটি মজাদার এবং সৃজনশীল একটি ছবি বানিয়ে ফেলি।"
আরও পড়ুন, লকডাউন মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে! নিজের মতো উত্তর খুঁজলেন শিলাদিত্য
তবে কীভাবে ছবিটি বানান হবে সে বিষয়ে বেশ কিছু নিয়মের কথাও জানিয়েছেন কিং খান। যেকোনও ক্যামেরা ব্যবহার করা যাবে ছবিটি বানাতে। প্রপস বানিয়ে সেটিকে ভৌতিক উপায়ে পরিবেশন করা যাবে কিন্তু তা অবশ্যই ঘরের কোনও জিনিষ দিয়ে। এটা কেউ একাই বানাতে পারে। আবার সামাজিক দূরত্বের বিধি মেনেই যৌথভাবেও বানান যেতে পারে ছবিটি। ছবিটি পাঠানোর শেষ দিন ১৮ মে। সেরা ছবি বেছে নেবেন সিরিজের পরিচালক প্যাট্রিক গ্রাহাম, প্রোডিউসার গৌরব ভার্মা এবং অভিনেতারা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন