Shah Rukh Khan-Aryaan: গানে ডেবিউ আরিয়ানের, বাবা শাহরুখ ব্যস্ত দেশের হাল ফেরাতে, শিরোনামে পিতা-পুত্র

SRK-Aryaan: এদিকে আরিয়ানের সঙ্গে সঙ্গে শাহরুখ রয়েছেন আলোচনায়। কিং খানের মির ফাউন্ডেশন নাকি পাঞ্জাবের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য করতে প্রস্তুত।

SRK-Aryaan: এদিকে আরিয়ানের সঙ্গে সঙ্গে শাহরুখ রয়েছেন আলোচনায়। কিং খানের মির ফাউন্ডেশন নাকি পাঞ্জাবের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য করতে প্রস্তুত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
আরিয়ানের, সিরিজের নাম প্রকাশের পর হাতজোর করে কী আর্জি শাহরুখের?

শাহরুখ-আরিয়ানের নতুন খবর...

 আরিয়ান খানের বহুল প্রতীক্ষিত নেটফ্লিক্স ডেবিউ “দ্য ব্যাডস অফ বলিউড” আবারও সঙ্গীত জগতে নতুন মাত্রা যোগ করল।‘তু পেহলি তু আখরি’ এবং ‘বাদলি সি হাওয়া হ্যায়’-এর পর এবার মুক্তি পেল অ্যালবামের তৃতীয় ট্র্যাক। আর সেটি গেয়েছেন পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ।

Advertisment

'তেনু কি পাতা'- এই গানটি পূর্ণ এনার্জি, ঝলক এবং অ্যাটিটিউডে ভরপুর। সাহসী সুর, বিট আর কাঁচা আবেগের মিশেলে, তৈরি এই ট্র্যাকটি দর্শকদের টেনে নিয়ে যায় আরিয়ান খানের স্টাইলাইজড জগতের ভেতরে। গানের ভেতর দিয়ে ফুটে ওঠে উচ্চাকাঙ্ক্ষা আর বিদ্রোহী মনোভাব, যা সিরিজের গল্পকেও নতুন ভাবে তুলে ধরেছে।

Kapil Sharma: 'অপমান মেনে নেব না', কপিল শর্মাকে সরাসরি সতর্ক করল MNS

সবচেয়ে বড় চমক, এই গানেই প্রথমবারের মতো কণ্ঠ দিলেন আরিয়ান খান নিজে। দিলজিৎ দোসাঞ্জ ও উজ্জ্বল গুপ্তার সঙ্গে মিলিয়ে কিছু অংশে তিনি নিজের কণ্ঠে আত্মপ্রকাশ করেছেন। উজ্জ্বল গুপ্তার সুর ও প্রযোজনা, আর কুমারের লেখা কথায় গানটি পেয়েছে আধুনিক ছন্দ ও পাঞ্জাবি ফ্লেভারের দুর্দান্ত মিশ্রণ। ফলে একেবারে ফ্রেশ কিছু শুনতে পাবেন দর্শকরা। এদিকে আরিয়ানের সঙ্গে সঙ্গে শাহরুখ রয়েছেন আলোচনায়। 

Advertisment

কিং খানের মির ফাউন্ডেশন নাকি পাঞ্জাবের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য করতে প্রস্তুত। সুত্রের মারফত খবর, প্রায় ১৫০০ পরিবারের দায়িত্ব নিতে চলেছেন তিনি। ফাউন্ডেশনটি রাউন্ডগ্লাস ফাউন্ডেশন-এর সঙ্গে হাত মিলিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাহায্য পৌঁছে দিচ্ছে। অমৃতসরের চাকুল এবং গুরুদাসপুরের ঘানি কি বাজি সহ বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলে প্রায় ৫,০০০ মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে।

রাউন্ডগ্লাস ফাউন্ডেশনের নেতা বিশাল চৌলা বলেন, "শাহরুখ খান ও মীর ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়ানোয় আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। তার এই সহায়তা আমাদের শুধু শক্তিই দেয় না, আশা ও আস্থা জোগায় যে আমরা একসঙ্গে মিলে পাঞ্জাবকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারব।" 

বিনোদনের খবর Aryan khan Shah Rukh khan Entertainment News Today