/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/srk-4.jpg)
শাহরুখ খান, সুস্মিতা সেন
দিন কয়েক আগেই ডিজনি প্লাস হটস্টার-এর সঙ্গে পরিকল্পনা করে অনুরাগীদের প্রায় হতবাক করে দিয়েছিলেন শাহরুখ। কিং খানের বড়সড় ঘোষণা শুনে অনেকেই ভেবেছিলেন যে সত্যিই হয়তো SRK+ নামে এক ওটিটি প্ল্যাটফর্ম আসতে চলেছে। তবে পরে জানা গেল, সে গুড়ে বালি! কোনও ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে আসছেন না শাহরুখ। বরং ডিজনি প্লাস হটস্টার-এর প্রচার করতে রসিকতা করেই এক বিজ্ঞাপন করেছেন। যা নিয়ে শোরগোলের অন্ত নেই। প্রথমটায় তো এমন ঘোষণায় হতবাক হয়ে শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে ফেলেছিলেন সলমন খান, অজয় দেবগণ থেকে শুরু রে ইন্ডাস্ট্রির আরও অনেকে। পরে হাটে হাঁড়ি ভাঙে!
তো SRK+-এ কাজের জন্যই শাহরুখ সম্প্রতি সুস্মিতা সেনকে প্রস্তাব পাঠান। সেই মেসেজ অভিনেত্রীর কাছে যেতেই কিনা একেবারে মুখের ওপর না করে দিলেন তিনি। এমনই দেখা গেল এক ভিডিওতে।
সুস্মিতাকে ভালবেসে ইন্ডাস্ট্রির অনেকেই 'সুস' বলে ডাকেন। শাহরুখও তাই। ওই ভিডিওতেই দেখা গেল কিম খান ঝড়ের গতিতে মেসেজ টাইপ করছেন, "সুস, চলো SRK+-এর জন্য একসঙ্গে কিছু কাজ করি।" 'আর্যা' অভিনেত্রীর নজর এড়ায়নি। অতঃপর তার কাছ থেকেও উত্তর এল। বললেন, "ডিজনি প্লাস হটস্টার-এর কিছু কাজ নিয়ে ব্যস্ত। তবে পরের বছর করতে পারি। পাক্কা!"
We're just going to stay Sussshhhh on this one 😋 @iamsrk#ThodaRukShahRukhpic.twitter.com/2hr5FZOQFp
— Disney+ Hotstar (@DisneyPlusHS) March 26, 2022
<আরও পড়ুন: কেরানির ছেলে থেকে ২০০ কোটির ছবির নায়ক! আনন্দে আত্মহারা অনুপম খের>
'ম্যায় হু না'-সহ অভিনেত্রীর থেকে এমন উত্তর পেয়ে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন শাহরুখ খান। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের তরফেও টুইটে ওই ভিডিও শেয়ার করে সুস্মিতা সেনের সঙ্গে রসিকতা করে বলা হয়, "হ্যাঁ আমরা কিন্তু এই পরিকল্পনাতেই স্থির থাকছি।"
Toh… Season 2 Disney+ Hotstar pe nahin, SRK+ pe hoga…. Pukka? https://t.co/MqYXUYvrvP
— Shah Rukh Khan (@iamsrk) March 16, 2022
উল্লেখ্য, শাহরুখ খান ও ডিজনি প্লাস হটস্টার আসলে যৌথভাবে মজা করে বেশ কিছু বিজ্ঞাপন প্রকাশ্যে নিয়ে এসেছে। সংশ্লিষ্ট ওয়েব প্ল্যাটফর্মেরহ প্রচার করতেই এহেন পরিকল্পনা। এর আগে অবশ্য, অজয় দেবগণও এই রসিকতাতে অংশ নিয়েছেন। SRK+ এর ঘোষণা শুনে ‘সিংঘম’ অভিনবভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন বন্ধুকে। বলেছিলেন, “সরি শাহরুখ! আগে বললে তোর ওটিটি চ্যানেল SRK+ এই আমার সিনেমা ‘রুদ্র’ রিলিজ করতাম। এবার একটু থাম ভাই।” যদিও পুরোটাই 'ডিজনি'র প্রচারে বিজ্ঞাপন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন