সামনেই 'পাঠানের' মুক্তি, মক্কায় কাবা দর্শনের পর বৈষ্ণোদেবী পৌঁছলেন শাহরুখ

কিছুদিন আগেই মক্কা এবার হিন্দুধামে, আশীর্বাদ নিতে পৌঁছলেন অভিনেতা

কিছুদিন আগেই মক্কা এবার হিন্দুধামে, আশীর্বাদ নিতে পৌঁছলেন অভিনেতা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shah rukh khan at vaishnadevi for belssings

শাহরুখ খান প্রার্থনা করতে কোথায় গেলেন?

মক্কা শরীফের পর বৈষ্ণোদেবী, শাহরুখ খান ( Shah Rukh Khan ) পৌঁছলেন এবার দেবী ধামে। সামনেই রিলিজ 'পাঠান' ছবির, তাঁর আগেই দেবী মায়ের আশীর্বাদ নিতে পৌঁছলেন। বিতর্ক তুঙ্গে।

Advertisment

কিছুদিন আগেই মক্কায় উমরাহ করতে গিয়েছিলেন শাহরুখ। পরনে সাদা কাপড়, মাথায় উস্কোখুস্কো চুলে শাহরুখকে দেখে যেন একেবারেই চেনা দায় হয়ে পড়েছিল। বিতর্ক ছিল তুঙ্গে। তবে, এবার গিয়েছেন বৈষ্ণোদেবীতে। যদিও শাহরুখের ছবি তুলতে মানা করছিলেন অনেকেই। এর আগেও মক্কার ছবি প্রকাশ্যে আসতেই নানান মন্তব্য শোনা গিয়েছিল।

শাহরুখ মক্কা শরীফ পৌঁছেতেই ভাইরাল হয়েছিল ছবি। আর এবার সেই কারণেই সাবধানতা অবলম্বন করেছিলেন তিনি। ছবি তুলতে বাঁধা দিয়েছেন। গাড়ি থেকে নেমেই হেঁটে চলে গেলেন। কালো হুডি, মাথা থেকে পা পর্যন্ত বেশিরভাগটাই ঢাকা, সিকিউরিটি ঘিরে রেখেছে তাঁকে। এদিকে কিছুদিন আগেই অনেকে আওয়াজ তুলেছিলেন, যে ঘরে হিন্দু দেবদেবীর মূর্তি রেখে মক্কায় উমরাহ পালনের মত পাপ আর দুটো হয় না।

Advertisment

আরও পড়ুন < ঘরে হিন্দু দেবতার মূর্তি, আর মক্কায় গিয়ে ‘উমরাহ’ পালন! চরম কটাক্ষ শাহরুখকে >

কট্টরপন্থীদের সমালোচনা এবং রোষানলে পড়েছিলেন শাহরুখ। একদিকে মূর্তি পূজা অন্যদিকে উমরাহ, মেনেই নিতে পারেননি অধিকাংশ। এবার আবার কোনদিকে যায় এই ঘটনা সেই দেখার। যদিও ভারতের অধিকাংশ মনে করেন, শাহরুখের ধর্ম হয় না। তিনি ভারতের সকলের ভালবাসা।

প্রসঙ্গত, রাজু হিরানীর 'ডানকি' ছবির শুটিং করতে গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে গিয়ে মানুষজনের আন্তরিকতায় আপ্লুত কিং খান। পাঠান ছবির গান রিলিজের পরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। সামনেই রিলিজ, প্রস্তুতি নিচ্ছেন কিং খান।

bollywood Entertainment News