scorecardresearch

দীর্ঘদিনের রীতিতে ছেদ পড়ল শাহরুখের, জন্মদিনে দূরেই রইলেন এই বিশেষ কাজ থেকে

আরিয়ানের মাদককাণ্ডের জেরেই কি?

Shah Rukh Khan Birthday, Shah Rukh Khan, SRK, SRK birthday, Aryan Khan, Mannat, Shah Rukh Khan Mannat, Bollywood, king of romance, bollywood Badshah, শাহরুখ খান, শাহরুখের জন্মদিন, ৫৬তে পা শাহরুখের, বলিউড বাদশা, bengali news today
৫৬-তে পা শাহরুখের

আজ বলিউডের কিং অফ রোমান্সের জন্মদিন। জীবনের ৫৬টা বসন্ত পার করে ফেলেছেন। ২ নভেম্বর। অনুরাগীদের কাছে অনেকটা উৎসবের মতোই। প্রতিবছর এই দিনে মন্নতের সামনে ভীড় করেন অনুরাগীরা। হাতে প্ল্যাকার্ড, ফুল, কেক… শুধুমাত্র শাহরুখকে একঝলক দেখবেন বলে। ভক্তদের নিরাশ করেন না বাদশাও। আজও মন্নতের বাইরে সেই একই ভীড়। লোক থিকথিক করছে সোমবার মাঝরাত থেকে। কিন্তু সেই চেনা ছবি মঙ্গলবার অচেনা হল কিং খানের জন্যই। জন্মদিনে এই প্রথমবার দীর্ঘদিনের রীতিতে ছেদ পড়ল, তাও আবার খোদ শাহরুখের (Shah Rukh Khan) জন্যই। কী? এই প্রথমবার বিশেষ দিনে দেখা গিলেন না অনুরাগীদের।

প্রায় এক মাস ধরে কঠিন সময়ের মধ্যে রয়েছেন শাহরুখ। মাদককাণ্ডে জড়িয়ে ছেলে আরিয়ান খান (Aryan Khan) তিন সপ্তাহ পুলিশি হেফাজতে কাটিয়েছেন। জেল খাটতে হয়েছে বলিউড সুপারস্টারের ছেলেকে। কোট-কাছারি করে শেষমেশ জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন সদ্য। ছেলেকে কাছে পেয়ে চোখ বেয়ে আনন্দাশ্রু গড়ালেও জন্মদিনে কিন্তু অনুরাগীদের দেখা দিলেন না কিং খান। রইলেন জনসমাগম থেকে অনেকটা দূরে। নিভৃতে।

[আরও পড়ুন: ‘মা তারা’র ক্রেডিট কার্ড থেকে চুরি লক্ষ লক্ষ টাকা! চিন্তায় কপালে ভাঁজ নবনীতার]

প্রসঙ্গত, প্রতিবার জন্মদিনের বিকেলে মন্নতের (Mannat) বারান্দায় এসে বাইরে ভীড় করা ভক্তদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ। তবে উল্লেখ্য, গতবার অতিমারীর কারণে নিজে অনুরোধ জানিয়েছিলেন কেউ যেন জমায়েত না করেন বাংলোর সামনে। ভক্তরা ভেবেছিলেন এবারের জন্মদিনে হয়তো দেখা পাবেন কিং খানের। কিন্তু কোথায় কী! দসকাল গড়িয়ে বিকেল হয়ে সন্ধে নামলেও মন্নতের বারান্দায় এসে হাত নাড়লেন না শাহরুখ। অনুরাগীদের উদ্দেশে ছুঁড়ে দিলেন না চুমু। সেলফি তুললেন না ভিড়ের সঙ্গে।

কারণটা কী? অনুরাগীদের অনেকে অবশ্য এর নেপথ্যে আরিয়ানের মাদককাণ্ডকেই (Aryan Khan Drug Case) দায়ী করছেন। তাঁদের কথায়, “বাবা হিসেবে কঠিন সময় শাহরুখের পক্ষে। খুব স্বাভাবিক, দিন দুয়েক আগে আরিয়ান জেল থেকে বাড়ি ফিরেছেন। আর এই সময়ে বিলাসবহুল জন্মদিনের উদযাপন করা, একেবারেই শোভা পায় না।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shah rukh khan birthday srk didnt came out of mannat