scorecardresearch

‘পাঠান’-এর ভুয়ো ট্রেলার নিয়ে তুমুল শোরগোল! ‘পিকচার অভি বাকি হ্যায়..’, আসছে কবে?

আসল ট্রেলার কবে মুক্তি পাবে? প্রকাশ্যে দিনক্ষণ।

Shah Rukh Khan, Pathaan, Yash Raj Films, Pathaan record, Pathaan Box Office, Yash Raj Films Flop 2022, 2022 bollywood box office, SRK Yash Raj Films, Shah Rukh Deepika, SRK Mannat, Pathaan ticket sale, পাঠান, শাহরুখ খান, যশরাজ ফিল্মস, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, পাঠান বক্সঅফিস, পাঠান টিকিট, পাঠান রেকর্ড, শাহরুখ মন্নত, বলিউডের খবর
আর কোট বাকি ১০০০ কোটি হতে?

বুধবার সকাল থেকেই তোলপাড় নেটপাড়া। কি না, গুঞ্জন ‘পাঠান’-এর ট্রেলার অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে! আসলে শাহরুখ-দীপিকার এই সিনেমা যেভাবে দক্ষিণপন্থী সংগঠনগুলোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই বিতর্কের আগুনে ঘৃতাহূতি দিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষার জন্যই এমন উপক্রম কিং খান ফ্যানদের। সিনেমার টিজার, গানের বেশকিছু দৃশ্য জোড়া দিয়ে নিজেদের মতো করেই বানিয়ে ফেলেছেন ‘পাঠান’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার। তবে নির্মাতারা বলছেন, ‘পিকচার তো অভি বাকি হ্যায়..’।

প্রসঙ্গত, বছর পাঁচেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন শাহরুখ খান। উপরন্তু ‘পাঠান’-এর মতো তুখড় অ্যাকশন ফিল্ম। বিপরীতে দীপিকা। সিনেমার টিজার, গান ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। অতঃপর এই সিনেমা নিয়ে যে দর্শকদের মধ্যে আলাদা একটা উন্মাদনা থাকবে, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ‘সেন্সর বোর্ডের উচিত দীপিকার বেশরম পোশাক বদলানো’, চাঁচাছোলা মুকেশ খান্না]

তেইশের বিনোদুনিয়ায় সবথেকে বড় খবরের মধ্যে অন্যতম বড়পর্দায় কিং খানের প্রত্যাবর্তন। ‘বেশরম’ গানে দেশজুড়ে বিতর্কের হাওয়া। প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে শাহরুখকেও। আর এসবের মাঝেই বুধবার ‘পাঠান’-এর ভুয়ো ট্রেলার নিয়ে মারাত্মক হইচই! তাহলে আসল ট্রেলারটা কবে মুক্তি পাচ্ছে? সেই খবর পাওয়া গেল প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠের কাছে।

প্রযোজকদের ইচ্ছে ছিল রিলিজের দু’ সপ্তাহ আগেই ‘পাঠান’-এর ট্রেলার প্রকাশ্যে আনা হবে। তবে সম্প্রতি সেন্সর বোর্ডের কোপ পড়ায় সেই পরিকল্পনা আপাতত বিশ বাঁও জলে! তবে এবার শোনা যাচ্ছে, আগামী ১০ জানুয়ারি মুক্তি প্রকাশ্যে আসবে আসল ট্রেলার। আর প্রেক্ষাগৃহে আসছে ২৫ জানুয়ারি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shah rukh khan deepika padukones pathaan trailer to be launched on this date