Advertisment

Bollywood: সংকটজনক শাহরুখের সহ অভিনেতা, ডায়ালিসিস চলছে বরুণের ...

Shah Rukh Khan's Co-star hospitalised: বরুণের বন্ধুরা তাঁদের সমাজ মাধ্যমে জানিয়েছেন, যে হারে ট্রিটমেন্টের জন্য খরচ হচ্ছে, অর্থের অভাব দেখা দিয়েছে। হাসপাতালের বিল দেওয়া সম্ভব হচ্ছে না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
varun kulkarni-srk-dunki

অবস্থা সংকটজনক শাহরুখের সহ-অভিনেতার... Photograph: (Instagram)

Varun Kulkarni-SRK: শাহরুখের ছবিতে কাজ করছিলেন এই তারকা। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে। আজ, অবস্থা সঙ্কটজনক। কিডনির সমস্যায় ভুগছেন বরুণ। ভর্তি হাসপাতালে।

Advertisment

না, এই তারকা আসলে খুব চেনা পরিচিত মুখ না। বরং শাহরুখের ( Shah Rukh Khan ) শেষ ছবিতে তাঁকে কেবল দেখা গিয়েছে মাত্র। বরুণ কুলকার্নি ( Varun Kulkarni ), তিনি কিডনির সমস্যায় আক্রান্ত। এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার বন্ধুদের তরফেই জানানো হয়েছে এই ভয়ঙ্কর খবর। অভিনেতার ডায়ালিসিস চলছে, এবং সেই কারণে হাসপাতালের বিল চূড়ান্ত আকার নিচ্ছে।

বরুণের বন্ধুরা তাঁদের সমাজ মাধ্যমে জানিয়েছেন, যে হারে ট্রিটমেন্টের জন্য খরচ হচ্ছে, অর্থের অভাব দেখা দিয়েছে। হাসপাতালের বিল দেওয়া সম্ভব হচ্ছে না। তাঁকে দেখা গিয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে, ঠিক করে শ্বাস পর্যন্ত নিতে পারছেন না। তাঁর বন্ধু সমাজ মাধ্যমে লিখছেন...

আরও পড়ুন  -  Zeenat Aman: ফাঁকা বাড়িতে মৃত্যুর মুখোমুখি জিনাত আমান, আচমকাই ঘটে গেল লোমহর্ষক ঘটনা!

Advertisment

"আমার প্রিয় বন্ধু এবং থিয়েটারের সহশিল্পী, বরুণ কুলকার্নি, বর্তমানে গুরুতর কিডনি সমস্যার সাথে লড়াই করছেন। তহবিল সংগ্রহের জন্য আমাদের পূর্ববর্তী প্রচেষ্টা সত্ত্বেও, তার চিকিৎসার জন্য ব্যয় বাড়তে থাকে। নিয়মিত চিকিৎসা সেবা এবং জরুরি হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তাকে সপ্তাহে ২-৩ বার ডায়ালাইসিস করতে হয়। মাত্র দু'দিন আগে জরুরি ডায়ালিসিসের জন্য বরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বরুণ কেবল একজন উজ্জ্বল শিল্পীই নন, একজন দয়ালু এবং নিঃস্বার্থ মানুষও। তিনি খুব অল্প বয়সে তার বাবা-মা উভয়কেই হারিয়েছিলেন এবং তখন থেকেই একজন স্ব-নির্মিত ব্যক্তি হয়ে উঠেছেন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে থিয়েটারের প্রতি তাঁর আবেগকে অনুসরণ করেছিলেন। যাইহোক, একজন শিল্পীর জীবনে প্রায়শই আর্থিক চ্যালেঞ্জ আসে এবং এই কঠিন মুহুর্তে, তার আগের চেয়ে আমাদের সমর্থন বেশি প্রয়োজন।" 

উল্লেখ্য, তিনি সকলের কাছেই আবেদন জানিয়েছিলেন সাহায্য করার। এবং তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এমনকি এখনও বাকিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারেন।

bollywood bollywood movie Shah Rukh khan Bollywood Actor Dunki
Advertisment