/indian-express-bangla/media/media_files/2025/08/26/srk-dileep-2025-08-26-20-02-03.jpg)
কী এমন করলেন দিলিপ, যে ফারহা...
ফারাহ খান ও তাঁর প্রিয় রাঁধুনি দিলীপ আবারও ইন্টারনেট মাতিয়েছেন, আর ভক্তরা তাঁদের মজাদার কাণ্ডকারখানা দেখে চোখ ফেরাতে পারছেন না। অদ্ভুতুড়ে ঠাট্টা আর স্বতঃস্ফূর্ত রসায়নের জন্য পরিচিত এই জুটি যখনই একসঙ্গে কিছু করেন, তা ভাইরাল হওয়াই স্বাভাবিক। এবারও ব্যতিক্রম নয়। ফারাহর সর্বশেষ ইনস্টাগ্রাম রিল নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
ভিডিওটিতে দেখা গেছে, দিলীপ বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত গান “বাদলি সি”-তে নাচছেন, যা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনার একটি অংশ। গানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পাচ্ছে, তবে আসল আকর্ষণ হয়ে উঠেছে দিলীপের নাচের স্টেপ আর তাঁদের মজার কথোপকথন।
শাহরুখ খানও মজা করে মন্তব্য করেছেন দিলীপের পারফরম্যান্স নিয়ে। তিনি হাস্যরসের ছলে ফারাহকে ট্যাগ করে লিখেছেন, “তোমার লজ্জা করা উচিত! ৩০ বছরের পরিচালনায় তুমি আমাকে দিলীপের মতো দারুণ কোনো স্টেপ দিলে না। তবুও তোমাকে ভালোবাসি।”
Alia Bhatt: বাড়ির অন্দরের দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হতেই চোটে লাল আলিয়…
ফারাহও তাঁর স্বভাবসুলভ রসিকতায় জবাব দেন, “দেখি তো, দিলীপ ট্রেনের উপর দাঁড়িয়ে এই কাজটা করতে পারে কিনা!” ইঙ্গিত দেন শাহরুখের ‘দিল সে’ ছবির আইকনিক “ছাইয়া ছাইয়া” গানের দিকে, যার কোরিওগ্রাফি করেছিলেন ফারাহ নিজেই।
রিলে ফারাহকে আরও বলতে শোনা যায়, “আমি আরিয়ানের কাছে ক্ষমা চাইছি, আমি শাহরুখের কাছেও ক্ষমা চাইছি... কিন্তু গানটা অসাধারণ। সবাই দেখো!” আগামী মাসে মুক্তি পাচ্ছে আরিয়ানের বহু প্রতীক্ষিত ব্যাডআস অফ বলিউড।