/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/SRK-2.jpg)
শাহরুখের বিজ্ঞাপন মুছল শিক্ষা সংস্থা, গর্জে উঠলেন তারকারা
ছেলের গ্রেফতারির পরই কটাক্ষের সম্মুখীন শাহরুখ খান। প্রমোদতরীতে মাদককাণ্ডে জড়িয়ে গত ২ সেপ্টেম্বর থেকেই পুলিশি হেফাজতে আরিয়ান খান (Aryan Khan)। সোশ্যাল মিডিয়াতেও শোরগোল। নেটদুনিয়ার নীতিপুলিশদের একাংশ স্টার-কিডের বিলাসবহুল জীবনযাত্রা থেকে শুরু করে শাহরুখ-গৌরীর (Shah Rukh Khan, Gauri Khan) শিক্ষা-রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। আর সেই প্রেক্ষিতেই এডুকেশন অ্যাপ বাইজুস শাহরুখের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করেছে। যার জেরে এবার গর্জে উঠলেন আলি ফজল, আঞ্জনা সাখানির মতো তারকারা।
By’e’ju … Another brick in the wall - playing out rather loudly in my headfones today. https://t.co/xHlYzQSbch
— Ali Fazal M / میر علی فضل / अली (@alifazal9) October 10, 2021
উল্লেখ্য, আরিয়ানের গ্রেফতারের পরই নেটিজেনরা শাহরুখকে কটাক্ষ করে বলেছিলেন, "নিজের ছেলে মাদক সেবন করে জেলে গেছে, আর তিনি কিনা এডুকেশন অ্যাপে লোককে জ্ঞান দিচ্ছেন…" এমন কটাক্ষবাণের পরই বিতর্কের ঝড়ে শাহরুখ খানের শুট করা বিজ্ঞাপন ডিলিট করে দেয় ওই সংস্থা। শুধু তাই নয়, কিং খানের সঙ্গে চুক্তিও ভেঙে দেয়। এবার সেই প্রেক্ষিতেই বাদশার পাশে দাঁড়ালেন আলি ফজল ও সাখানিরা।
<আরও পড়ুন: বিতর্কে পড়ে পানমশলা ব্র্যান্ডের সঙ্গে চুক্তিভঙ্গ করলেন অমিতাভ, ফেরত দিলেন টাকাও>
Dear brands @iamsrk s popularity, reach n charm is irreplaceable , the value he brings on the table as kingkhan is way above the tragedy currently he is facing ... Dont underestimate the power of the love his fans and admirers have for him across the globe n beyond.
— anjana sukhani (@anjanasukhani) October 10, 2021
আলি টুইটে লেখেন, "বাইজুসের দেওয়ালে আরেকটা ইট। আমার হেডফোনে আজ একটু বেশিই জোরে বাজছে..।" আঞ্জনা সাখানির মন্তব্য, "কিং খান হিসেবে যে লাভটা উনি আপনাদের টেবিলে রাখেন, সেই ক্ষমতাকে মোটেই অবজ্ঞা করবেন না। ওঁর জনপ্রিয়তা গোটা দুনিয়াজুড়ে।"
Being replaced by the serving minister who's son is arrested for murder charges! Class, Byju's 👏 https://t.co/YLoMQrzbOe
— Nakuul Mehta (@NakuulMehta) October 9, 2021
নকুল মেহেতা লেখেন, "হ্যাঁ, মন্ত্রীর খুনী ছেলের পরির্বতে! বাহ কী পাঠ বাইজুস..।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন