হিটের পর হিট দিয়েও লাভ নেই, ক্রমশ বাড়ছে রোষ-আক্রোশ, লাগাতার খুনের হুমকি শাহরুখকে!

কিং খানের প্রাণের ঝুঁকি রয়েছে! কড়া নিরাপত্তা মন্নতকে ঘিরে

কিং খানের প্রাণের ঝুঁকি রয়েছে! কড়া নিরাপত্তা মন্নতকে ঘিরে

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan, king Khan with gun at a office Bollywood news

SRK violence: কার সঙ্গে রাত কাটিয়েছিলেন শাহরুখ?

প্রাণনাশের হুমকি তাও আবার তারকাদের জন্য এ নতুন ঘটনা নয়। কিছুদিন আগে সলমন নিজেও এসবের স্বীকার হয়েছেন। অভিনেতাকে প্রকাশ্যেই খুনের হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণই। এবার, বাদ পড়লেন না শাহরুখ খোদ।

Advertisment

তিনি নাকি কিং খান, একের পর এক হিট দিয়ে চলেছেন বলিউডে। হিন্দি ছবিকে টেনে তুললেন, দুটি পরপর রিলিজ হাজার কোটির মুখ দেখল কিন্তু, তারপরেও তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। শাহরুখ এমনিতেই সকলের বেশ কাছের। কিন্তু, পাঠান রিলিজের পর থেকেই তিনি প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। তবে, এবার বাড়াবাড়ি।

শাহরুখের ওপর ক্রমাগত বেড়েই চলেছে এহেন হুমকির রেশ। তাতেই আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা। কঠোর অবস্থানে রাখা হবে মুম্বই পুলিশকে। এমনিও তিনি ওয়াই প্লাস সিকিওরিটি পান তাতে আরও কড়া নিরাপত্তা।

Advertisment

আরও পড়ুন - নবনীতা-হীন জীবন, তাও পুজোর আনন্দ ষোলোআনা! ‘বাচ্চা বউ’কে মিস করবেন জিতু?

কী কী ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে?

দুইজন কনস্টেবল থাকত শাহরুখের সঙ্গে। সেই জায়গায় ছয়জন পুলিশ কমান্ডো থাকবে। সশস্ত্র বাহিনী রাখা হবে। মহারাষ্ট্র পুলিশের স্পেশ্যাল প্রটেকশন ফোর্স থেকে তাদের বাছা হবে।

সর্বমোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকবেন শাহরুখের আশেপাশে।

রাখা হবে একটি বিশেষ গাড়ি। যাতে নানা সুরক্ষা বলয় থাকবে।

এছাড়াও সুরক্ষার চাদরে মুড়ে ফেলা হবে মন্নতকে। কারণ, সবসময় একে ৪৭ হাতে দাঁড়িয়ে থাকবে পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, শাহরুখের ছবি সুপার হিট হওয়ার আগে থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। পাঠান মুক্তির আগে কেশ্রিয়া রঙের পোশাক পরেছিলেন দীপিকা। আর তাতে চূড়ান্ত আলোচনা হয়েছিল। ছবি রিলিজের আগে অনেক জায়গা থেকেই সেটিকে সরিয়ে নেওয়া হয়েছিল।

অন্যদিকে, জওয়ান রিলিজের পর থেকেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ সকলে। অভিনেতা জানিয়েছেন, তিনি আপ্লুত। মানুষের ভালবাসায় তিনি মুগ্ধ। এখানেই শেষ না। বরং জানিয়ে দিয়েছেন আগামী দিনে তিনি ডানকি নিয়ে আসতে চলেছেন। আর সেটি আরেকটা বড় হিট হতে চলেছে কিনা সেটাই দেখার।

tollywood Entertainment News SRK Birthday