/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/shah-rukh-759.jpg)
তিন সুন্দরী মহিলার ছবি শেয়ার করলেন কিং খান
শাহরুখ খান, করিনা কাপুর খান এবং তস্য শাশুড়ি শর্মিলা ঠাকুর অনেক আগে থেকেই লাক্স সাবানের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। এবছরই এই তিন বাঘা বাঘা নাম একসঙ্গে কাজ করছেন লাক্সের ব্র্যান্ডে। বুধবার নিজের সঙ্গে তিন সুন্দরী মহিলার ছবি শেয়ার করলেন কিং খান। করিশ্মা, করিনা ও শর্মিলা ঠাকুরের সঙ্গে ছবি তুললেন তিনি। যখন তিনজনেই সোনালী পোশাকে সেজেছেন তখন বলিউড বাদশা পড়েছিলেন ডেবনেয়ার-এর কালো টাক্সিডো। ছবিতে মজা করে লিখলেন, লাক্সের সাবানের সঙ্গে টাবে ছবি তোলার পাওনা এটা।
কাপুর বোনেদের সঙ্গে আগেও স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ খান। করিশ্মা কাপুরের সঙ্গে 'দিল তো পাগল হ্যায়' ছবিতে সাড়া ফেলেছিলেন তিনি। করিনার সঙ্গে 'আশোকা', 'কভি খুশি কভি গম', 'ডন' এবং 'রা ওয়ানে'র মতো ছবি করেছেন বলিউড বাদশা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/shah-rukh-khan2.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/karisma3.jpg)
What a lovely evening with these elegant ladies. The benefits of being in a tub with Lux soap! Thanks @lux_indiapic.twitter.com/Ozjw9UbaGt
— Shah Rukh Khan (@iamsrk) August 29, 2018
'জিরো' অভিনেতা এর আগে মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, ক্যাটরিনা কাইফ, দিপীকা পাড়ুকোন, জুহি চাওলা, হেমা মালিনী ও আলিয়া ভাটের মতো বলিউড ডিভাদের সঙ্গে লাক্সের মতো কর্মাশিয়াল ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন। সম্প্রতি, শাহরুখকে টেলিভিশনেও দেখা গিয়েছে একতা কাপুরের 'কসৌটি জিন্দেগি কি' শোয়ের প্রচারের জন্য।
আরও পড়ুন, ফিউশন ফ্যাশন করতে গিয়ে সামলাতে পারলেন না কাজল
তবে বর্তমানে শাহরুখ ব্যস্ত আনন্দ এল রাইয়ের 'জিরো' নিয়ে। যেখানে তাঁকে একজন বামনের চরিত্রে দেখা যাবে। অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফও অভিনয় করেছেন এই ছবিতে। এবছরই বড়দিনে মুক্তি পাওয়ার কথা জিরোর। আর ২ নভেম্বর এসআরকের জন্মদিনে মুক্তি পাবে জিরোর ট্রেলার।