/indian-express-bangla/media/media_files/2025/05/06/FcPwDIY7di6GKdQtlqnr.jpg)
মেট গালায় ইতিহাস সৃষ্টি কিং খানের
SRK Met Gala Dubet: সোমবার সন্ধ্যে ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার ৬ মে ভোর রাত তিনটে বেজে ৩০ মিনিট) শুরু হল বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। এবারের মেটা গালার আসর বসেছে নিউইয়র্কে। এই ফ্যাশন শোয়ের লাইভ স্ট্রিমিং হচ্ছে Vogue চ্যানেলে। একইসঙ্গে Vogue-এর নিজস্ব ওয়েবসাইট, ইন্সটগ্রাম অ্যাকাউন্ট ও এক্স হ্যান্ডেলে অনুষ্ঠানের সব আপডেট পাওয়া যাচ্ছে।
২০২৫-এর মেট গালার গালিচায় প্রথমবার হাঁটলেন বলিউডের কিং শাহরুখ খান। বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালা ডেবিউ আরও একবার কিং খানের ভক্তদের ফিরিয়ে নিয়ে গেল সেই নয়ের দশকের নস্ট্যালজিয়ায়। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে নয়া আন্দাজে মেট গালার লাল কার্পেটে শাহরুখ একেবারে 'বাঙালি বাবু'।
আপাদমস্তক কালো পোশাকে শাহরুখ যেন বছর ৩০-এর কোনও এক তরুণ তুর্কি। পড়নে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। শরীরে ভারী গহনায় সমাহার, দোসর হাতের ছড়ি। ভি-নেক শার্টের সামনে K লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে।
এভাবেই ক্লাসিক লুকে মেট গালার কার্পেটে ইতিহাস রচনা করলেন কিং খান। ভারতের প্রথম কোনও অভিনেতা (পুরুষ) মেট গালায় ইতিহাস সৃষ্টি করলেন। ফ্যাশনের 'বিগেস্ট নাইট'-এ শাহরুখের প্রথম আবির্ভাব যেন মেট গালায় দ্যুচি ছড়িয়েছে। বিদেশের মাটিতে শাহরুখের বাদশাহী অদায় আরও একবার ফিদা অনুরাগীরা।
We have a little interview!
— SRK_x10 🍉 Lady Rathore 💪💅 (@010_srk) May 5, 2025
“I’m Shah Rukh…” 🫠
Like what he says about the event 👌✨
pic.twitter.com/eu5qSKjNPp
ঐতিহ্যবাহী এই জমকালো ফ্যাশন ইভেন্টে এবারের থিম ছিল Superfine: Tailored for you। আর সেই থিমের সঙ্গে যেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার ড্রেসে শাহরুখ খান পারফেক্ট 'বাংলার বাঘ'। বাঙালি শিল্পীর পোশাকে বাদশার মধ্যে বাঙালিয়ানার ছোঁয়া মেট গালার রেড কার্পেটে যোগ করেছে বাড়তি গ্ল্যামার। ডিজাইনার সব্যসাচীর কথায়, 'এই বিশ্বের অন্যতম ফেমাস পুরুষ শাহরুখ খান।'
গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। বিদেশের মাটিতেও দু'হাত তুলে আইকনিক পোজে ভক্তহৃদয়ে ঝড় তুলেছেন বলিউডের বাদশা। প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা এখানে অংশ নেন।
আরও পড়ুন: Met Gala-য় সব্যসাচীর পোশাকে সেজে উঠেছিলেন তারকারা, কে কী পড়েছিলেন?