লম্বা দৌড়ে নেমেছে ডানকি ( Dunki )। প্রথম থেকে সেইভাবে আশাবাদী ছিলেন না কেউই। কিন্তু, সেই একই চিরাচরিত ভাবে রাজকুমার হিরানি ( Rajkumar Hirani) স্লো অ্যান্ড স্টেডি খেলছেন। আপাতত ২০০ কোটি ছাপিয়ে গিয়েছে এই ছবি।
শাহরুখের ( Shah Rukh Khan) ছবি নিয়ে নানা আলোচনা, মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল এইক্ষেত্রে। রাজু হিরানির ছবি, আজ অবধি নিরাশ করেনি কাউকে। সেখানে, শাহরুখের সঙ্গে প্রথম কাজ, আর তাতেই ফ্লপ? অনুরাগীরা অনেকেই আশঙ্কায় ছিলেন যে আসলেই কী হতে চলেছে। কিন্তু, সেসব এখন অনেকটাই অতীত। শাহরুখ, সালার ঝড়ে থেমে থাকলেন না। বরং, মানুষ যাচ্ছেন তাঁর সিনেমা দেখতে।
কত ব্যবসা করল শাহরুখের ডানকি?
নেহাতই, শাহরুখ জওয়ান এবং পাঠান ছবির মধ্যে দিয়ে যে ঝড় তুলেছিলেন, সেটা সম্ভব না হলেও ২৬০ কোটির ব্যবসা করেছে এই ছবি। বিশ্বজুড়ে, প্রায় ১০০ কোটির ওপর ব্যবসা দিয়েছে এই ছবি। নতুন বছরে সেই আয় আরও বাড়বে আশা করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন - সাংসদরা দেখবেন শাহরুখের ‘ডানকি’, ছবির বিশেষ স্ক্রিনিং রাষ্ট্রপতি ভবনে
বাজেটে এগিয়ে থাকল?
পাঠান এবং জওয়ানের মত বিগ বাজেটে এই ছবি তৈরি হয়নি। ফলেই বক্স অফিসে ২৩৮ কোটির ব্যবসা করলেই একে হিট বলে ঘোষণা করা হত। ছবি নির্মাণে খরচ হয়েছিল ১২০ কোটির কাছাকাছি। সেখানে ব্যবসা করেছে প্রায় ২৬০ কোটি। বিশ্লেষকরা জানাচ্ছেন, আপাতত একে হিট ছবি বলাই যায়। সুপারহিট হতে গেলে ক্রস করতে হবে ৫০০ কোটির রেস।
প্রসঙ্গত, পরপর দুটি ছবিতে ধামাকা, অ্যাকশন, কিং খান কামাল করেছিলেন। আর এবার, একদম অন্য একটা গল্প। সেখানে, জীবন জনিত শিক্ষার উল্লেখ বেশি। মানুষকে ইমোশনাল করে দেওয়ার মতো একটি সিনেমা। অনেকেই বলেছিলেন, এই সিনেমা বানানো তাঁর উচিত হয়নি। তাও, শাহরুখ বললেন, মার্চ এপ্রিল থেকেই নতুন সিনেমা শুরু করবেন। কারণ, বসে থাকার জো নেই। বরং এবার বয়সের আচরণ করবেন।