Shah Rukh Khan Must watch Sad movies: শাহরুখ খান, তিনি সকলকে নাকি প্রেমের বাণী শিখিয়ে বেড়ান। কথায় বলে, শাহরুখ রোম্যান্স নিয়ে পিএইচডি করেছেন। তাঁর সঙ্গে সঙ্গে যেভাবে সকল নারীদের তিনি ট্রিট করেন, সেটি প্রসংশার যোগ্য। এখানেই শেষ না। শাহরুখ মানেই এমন কিছু রোমান্টিক ছবি, যেগুলি মানুষের মনে প্রেমের ঝড় তুলতে পারে। কিন্তু, শাহরুখের এই ছবিগুলি মানুষকে যে কাঁদাতে পারেন, আগে জানতেন?
শাহরুখ খান শুধু যে মানুষকে ভালবাসতে শেখান এমনটা নয়, বরং তিনি মানুষকে চোখের জলে নাকের জলেও করতে পারেন। শাহরুখ যে মানুষকে ইমোশনাল করে তুলতে পারেন, এই ছবিগুলি না দেখলে বোঝাই যেত না। দেখুন তো, এই ছবিগুলি আপনার মিস হয়নি তো?
১. মাই নেম ইজ খান ( My name is Khan ): করণ জোহর পরিচালিত এই ছবি দারুণ জনপ্রিয়। এখানে শাহরুখ অভিনয় করেছেন এক বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষের ভূমিকায়। এই ছবি সকলকে কাঁদিয়ে ছেড়েছিল। তাঁর খান পদবীর জন্য কত কিছুর মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়, সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। এই ছবি দেখা যাবে প্রাইম ভিডিওতে।
২. কাল হো না হো ( Kal Ho na Ho ): শাহরুখ এই ছবিতে মানুষের সঙ্গে সঙ্গে প্রীতি জিনতাকেও ভয়ঙ্কর কাঁদিয়েছেন। গুরুতর রোগের শিকার তিনি এই ছবিতে। এবং শেষের দৃশ্য অন্তত শাহরুখ ভক্তরা ভুলতে পারেননি। এই ছবি দেখে অনেকেই কেঁদে ভাসিয়েছেন। দেখা যাবে netfilx ও প্রাইম ভিডিওতে।
আরও পড়ুন - Twinkle Khanna: রাজেশ না, বিনোদ খান্না টুইঙ্কেলের বাবা! নিজের পিতৃপর…
৩. দেবদাস ( Devdaas ): শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর গল্প অবলম্বনে তৈরি এই ছবি, শাহরুখের জীবনে এক মাইলস্টোন। এই ছবির মধ্যভাগ থেকে শেষ পর্যন্ত শাহরুখের ইনটেনসিটি চোখের জল ফেলতে বাধ্য করবে আর শেষের দৃশ্য তো বলার অপেক্ষাই রাখে না। দেখা যাবে প্রাইম ভিডিওতে।
৪. বীর জারা ( Veer-Zara ): যশ চোপড়ার এই ছবি এক মানুষের প্রেম এবং ভালবাসার পরীক্ষার গল্প বলে। এই ছবিতে শাহরুখ যা দেখিয়েছেন, তাতে কিছু কিছু ভক্ত কাঁদতে বাধ্য হবেন। দেখা যাবে প্রাইম ভিডিওতে।
৫. চক দে ইন্ডিয়া ( Chak De India ): এই ছবি দেশপ্রেমের ছবি। কিন্তু, এই ছবি এমন এক মানুষের গল্প, যার অদম্য জেদ এবং নিষ্ঠা দেখে মানুষের চোখে জল এসেছে বহুবার। কবীর খান, যিনি দেশের মানুষকে চাঙ্গা করেছিলেন এই ছবির মাধ্যমে। শেষ দৃশ্যে অনেকেই কেঁদেছেন।