Twinkle Khanna: 'আমার বাবা বিনোদ খান্না, রাজেশ ওর বাবা...', নিজের পিতৃপরিচয় নিয়ে এ কী বলে বসলেন অক্ষয়-ঘরণী?

টুইঙ্কেল খান্না যিনি অক্ষয়কে বিয়ে করেছিলেন, এখন মনে হয় তাঁর সঙ্গে থাকতে থাকতে তিনিও বেশ মজাদার হয়ে উঠেছেন। অভিনেত্রী তাঁর এক কাছের মানুষকে এমন এক কথা বলেছিলেন যা অবিশ্বাস্য। কেন?

টুইঙ্কেল খান্না যিনি অক্ষয়কে বিয়ে করেছিলেন, এখন মনে হয় তাঁর সঙ্গে থাকতে থাকতে তিনিও বেশ মজাদার হয়ে উঠেছেন। অভিনেত্রী তাঁর এক কাছের মানুষকে এমন এক কথা বলেছিলেন যা অবিশ্বাস্য। কেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Twinkle Khanna said my father is vinod khanna, not rajesh khanna Bollywood news

কে কার বাবা? কেন একথা বলেছিলেন নায়িকা? Photograph: (ফাইল চিত্র )

Twinkle Khanna-Bollywood: মিসেস ফানি বোন্স টুইঙ্কেল খান্না এমনিতে বেশ ঠোঁটকাটা। তিনি কোনওকথাই রেখেঢেকে বলেন না। কিন্তু, এবার তিনি যা বলে বসেছেন তাতে চমকে উঠতে হয়। এতদিন সবাই জানতেন যে তিনি রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার সন্তান, তবে এবার বলছেন যে আরেকজন বাবা আছেন, বিনোদ খান্না? সেকি! 

Advertisment

টুইঙ্কেল খান্না যিনি অক্ষয়কে বিয়ে করেছিলেন, এখন মনে হয় তাঁর সঙ্গে থাকতে থাকতে তিনিও বেশ মজাদার হয়ে উঠেছেন। অভিনেত্রী তাঁর এক কাছের মানুষকে এমন এক কথা বলেছিলেন যা অবিশ্বাস্য। কেন? তিনি নাকি তাঁর বোনের বরের সামনে এমন এক কথা বলে বসেছিলেন যাতে নানা প্রশ্ন উঠতে পারে। কী এমন করেছিলেন তিনি? তাঁর বোনের সঙ্গে খুব মধুর সম্পর্ক তাঁর। কিন্তু তাঁকে বিরক্ত করতে কিংবা বিব্রত বোধ করাতে একটা সুযোগ-ও ছাড়েন না তিনি। তাই বলে বোনের বরকে এসব বলবেন? 

আরও পড়ুন  -  Sujan Neel Mukherjee: হার্ট অ্যাটাকের পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজন? যা বললেন অভিনেতা..

টুইঙ্কেল এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন। নিজের পিতৃপরিচয় নিয়েই ভয়ঙ্কর কথা বলে বসেন তিনি। তাঁর বোনের বরের সঙ্গে যেদিন প্রথম দেখা, সেদিন তিনি রসিকতা করতে গিয়েই রাজেশ খান্নার জায়গায় নিজের বাবা হিসেবে পরিচয় দেন বিনোদ খান্নার। একদিন সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছলেন তাঁদের দুই বোনের মধ্যে বয়সের পার্থক্য মাত্র ১ বছর। তাঁরা দুজনেই পুরো টম অ্যান্ড জেরির মতো। এবং একে অপরের সঙ্গে রসিকতা-মশকরা করতে তাঁদের জুড়ি মেলা ভার। তারপরই আসল কথা জানান। তিনি বলেন...

Advertisment

আরও পড়ুন  -  Aamir Khan new GF: নতুন প্রেমিকার হাতে হাত ধরে আমির, তাঁর গার্লফ্রেন্ড গৌরিকে চেনেন?

"ওর বরের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল আমার মনে আছে, ওর বরকে আমি বলেছিলাম তোমার জেনে রাখা দরকার যে আমাদের দুটো বাবা। এবং দুজনের বাবা আলাদা। আমার বাবা বিনোদ খান্না এবং ওর বাবা রাজেশ খান্না। সেকারণেই আমি আকারে লম্বা আর ও বেটে। আমার বোন রেগে গিয়েছিল, যদিও আমার কাছে বেশ মজার ছিল ঘটনাটা।"  

উল্লেখ্য টুইঙ্কেল খান্নার সঙ্গে সঙ্গে অক্ষয় মাঝেমধ্যে পেরে ওঠেন না, কারণ অভিনেত্রীর মুখে কিছু আটকায় না। কিন্তু বোন যে তাঁর বেশ ভালবাসার মানুষ সেকথাও প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। যখনই দরকার পরে সবার আগে তিনি বোনকেই পান।

Twinkle Khanna Rajesh Khanna Rajesh Khanna biopic Bollywood Actor bollywood actress bollywood