/indian-express-bangla/media/media_files/2025/08/21/srk_e53920-2025-08-21-11-14-01.jpg)
ছেলেকে নিয়ে ভয়ে ছিলেন শাহরুখ?
বলিউডের প্রথম শো ‘দ্য বা*ডস’**-এর প্রিভিউ লঞ্চে মঞ্চে উঠে আরিয়ান খান তার প্রথম বক্তব্য রাখেন, আর সেই মুহূর্তে শাহরুখ খান যে বাবা হিসেবে কতটা গর্ব অনুভব করেছিলেন, তা তাঁর চোখ-মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। জানান, শোয়ের ধারণা নিয়ে আরিয়ান যখন প্রথম তাঁর কাছে আসেন, তখন শাহরুখের প্রতিক্রিয়াও ছিল বিশেষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিং খান তাঁর স্বভাবসুলভ ক্যারিশমা এবং আবেগঘন কথাবার্তায় দর্শকদের মুগ্ধ করেন। তিনি বলেন, "আমি প্রথমেই স্বীকার করতে চাই, আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি, শুধু এইজন্যই যে আরিয়ান তাঁর দৃঢ় বিশ্বাস, সমর্থন আর নিজস্ব শক্তি দিয়ে এই শো-কে বাস্তব করেছে।"
হাস্যরস মিশিয়ে শাহরুখ যোগ করেন,"যখন আরিয়ান আমাকে বলল যে সে বলিউডে একটি শো করছে, যা খুব 'র' হবে, তীক্ষ্ণ আর খানিকটা পাগলামি ভরা হবে, তখন আমার মনে হয়েছিল, ও বুঝি মান্নতের সিসিটিভি ফুটেজ ইউটিউবে আপলোড করবে!"
Shah Rukh Khan: 'আমার এক হাত-ই যথেষ্ট', পুত্র আরিয়ানের বিশেষ দিনে কেন একথা বললেন শাহরুখ?
তিনি স্বীকার করেন, প্রথমে আরিয়ানের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বুঝতে তাঁর কিছুটা সময় লেগেছিল। তবে একবার তিনি শোয়ের মূল ভাবনা উপলব্ধি করার পর, এর প্রতি গভীরভাবে মনোনিবেশ করেছিলেন। শাহরুখের কথায়, "পুরো বিষয়টা আসলে একেবারেই নতুন ও আলাদা ছিল। শুরুতে শোয়ের সুর ধরতে, অর্থ বুঝতে, আমার কষ্ট হচ্ছিল, কিন্তু একবার যখন সেটা বুঝে গেলাম, আমি সত্যিই এতে মুগ্ধ হয়ে যাই।"
সম্প্রতি প্রকাশিত ‘দ্য বা*ডস অব বলিউড’**-এর প্রিভিউতে ইতিমধ্যেই দর্শকরা চমক পেয়েছেন, যেখানে সলমন খান, করণ জোহর আর রণবীর সিংয়ের মতো তারকাদের ক্যামিও দেখা গেছে। সিরিজটি আবর্তিত হয়েছে একজন বহিরাগত চরিত্রকে ঘিরে, যিনি হঠাৎ-ই বলিউডে সবচেয়ে বড় সুযোগ পান এবং তারপর বিশৃঙ্খল সিনেজগতে পথ খুঁজে নিতে থাকেন। পাশাপাশি নবাগত সাহের বাম্বাকে উপস্থাপন করা হয়েছে ‘নেপোকিড’ চরিত্রে, যেখানে ববি দেওলকে দেখা যাচ্ছে তাঁর বাবার ভূমিকায়।
আরিয়ান খান এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন। কাস্টে রয়েছেন মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং এবং গৌতমী কাপুর। শোটি প্রযোজনা করেছে শাহরুখ ও গৌরী খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।