/indian-express-bangla/media/media_files/2025/08/21/shah-rukh-khan-national-award-20082025-2025-08-21-10-12-55.jpeg)
কেন একথা বললেন শাহরুখ?
সিনেমায় অভিষেকের তিন দশক পর অবশেষে শাহরুখ খান জাতীয় পুরস্কার জিতলেন। অ্যাটলি কুমারের জওয়ান (২০২৩) ছবিতে অভিনয়ের জন্য এই বছর তিনি পেলেন সেরা অভিনেতার সম্মান। তবে এই পুরস্কার ঘিরে বড় বিতর্ক শুরু হয়েছে। কেউ মনে করছেন, শাহরুখ ট্রফির যোগ্য নন, আবার অনেকে বলছেন- এটি বহু প্রতীক্ষিত স্বীকৃতি। তাঁর বহু আগে নানা চরিত্রের জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল।
বুধবার, 'বলিউডের দ্য বা** ডিএস*'–এর প্রিভিউ লঞ্চে হাজির হয়ে শাহরুখ নিজের চোটের কথা জানান। তিনি বলেন,"আমার কাঁধে আঘাত পেয়েছিলাম, অস্ত্রোপচারও হয়েছে। সুস্থ হতে এক-দুই মাস লাগবে। তবে জাতীয় পুরস্কার জেতার জন্য আমার এক হাতই যথেষ্ট।" অভিনেতা আরও জানান, আসন্ন ছবি 'কিং'–এর শুটিং চলাকালীন তিনি এই চোট পান।
মজার ছলে তিনি বলেন, "আসলে আমি এক হাত দিয়েই বেশির ভাগ কাজ করতে পারি- খাওয়া, দাঁত ব্রাশ করা এমনকি চুলকানোও! শুধু একটি জিনিস খুব মিস করি, তোমাদের সবার ভালোবাসার আলিঙ্গন।" আলোচনায় উঠে আসে পুত্র আরিয়ানের কথাও। আরিয়ান একবার বলেছিলেন, তিনি এমন একটি শো বানাতে চান যা "তীক্ষ্ণ এবং কিছুটা পাগলাটে ধরণের।" শাহরুখ হেসে জবাব দেন, "তাহলে কি ও মন্নতের সিসিটিভি ফুটেজ ইউটিউবে দেবে?"
Actress Pregnant: গর্ভপাতের যন্ত্রণা থেকে পুত্র সন্তানের জন্ম! ছেলের বয়স…
জওয়ান–এ শাহরুখকে দেখা গেছে দ্বৈত চরিত্রে। ক্যাপ্টেন বিক্রম রাঠোর এবং তাঁর ছেলে আজাদ রাঠোর- ২ ভুমিকাতেই তিনি অভিনয় করেছিলেন। ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামণি এবং দীপিকা পাড়ুকোনও (ক্যামিও ভূমিকায়)। আনুমানিক ৩০০ কোটি রুপি বাজেটে তৈরি এই চলচ্চিত্র বিশ্বজুড়ে ১,১৬০ কোটি আয় করে, সর্বকালের দ্বিতীয় সর্বাধিক আয়কারী হিন্দি ছবির মর্যাদা পেয়েছে।
প্রসঙ্গে, গতকাল যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে সেখানে বাপ-বেটার মিষ্টি মুহূর্ত ভাইরাল হয় দ্রুতগতিতে। আরিয়ানের গালে চুমু এঁকে দেন শাহরুখ। সেই দৃশ্য দেখে আবেগতাড়িত কিং খান ভক্তরা।