/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/SRK-2.jpg)
ভক্তের প্রশ্নের মজার জবাব দিলেন শাহরুখ খান
শাহরুখ খান নিজেই যেখানে অনুরাগীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিলেন, সেখানে তা হাতছাড়া করা যায় নাকি? শনিবার সকালে আচমকাই সকলকে চমকে দিয়ে কিং খান টুইটারে লেখেন, 'তোমাদের হাতে ফাঁকা সময় থাকলে প্রশ্ন জিজ্ঞেস করো..।'
ব্যস, অমনি ঝড়ের গতিতে কিং খানের উদ্দেশে আসতে থাকে একের পর এক প্রশ্ন। উত্তরও দিলেন তিনি। টুইটারে শাহরুখ লেখেন, "অনেক প্রশ্ন মনে নিয়ে আমরা ঘুম থেকে উঠি। আজ আমি উত্তর নিয়ে ঘুম থেকে উঠলাম। তাই ভাবলাম আমরা পনেরো মিনিটের জন্য একটা 'AskSRK' সেশন করি। যদি তোমরা ফাঁকা থাকো তাহলে প্রশ্ন করো।"
তৎক্ষণাৎ অনুরাগীরা প্রশ্নের ঝাপি নিয়ে হাজির। 'পাঠান'-এর টিজারে শাহরুখের শার্টলেস অবতার দেখে সকলেই হাঁ হয়ে গিয়েছেন। এই বয়সেও কীভাবে এরকম অ্যাবস-ওয়ালা সুঠাম চেহারা তৈরি করেছেন? প্রশ্ন ছুঁড়েছেন অনেকেই। তাই কোনওরকম রাখঢাক না করেই এক অনুরাগীর প্রশ্ন- 'আপনি এত হট কীভাবে?' তার জবাবে রসিকতা করে বাদশা লেখেন- 'আমার মনে হয়, চিকেনের সঙ্গে পেরি পেরি স্যস-ই সাহায্য করেছে।'
Peri peri sauce with chicken helps…I think. https://t.co/1AhYMhmpQY
— Shah Rukh Khan (@iamsrk) November 5, 2022
উল্লেখ্য, শাহরুখের সবথেকে প্রিয় খাবার তন্দুরি চিকেন। দিনে রাতে শুটের অবসরে যে কোনও সময়ে খান। এমনকী ৩৬৫ দিন তন্দুরি চিকেন খেতে দিলেও তাঁর একঘেয়ে লাগবে না বলেই জানিয়েছেন তিনি। এবার অনুরাগীদের প্রশ্নের উত্তরেও শরীর ফিট রাখতে চিকেনের কথাই উল্লেখ করলেন কিং খান।
<আরও পড়ুন: ‘সীতা হয়েও খোলামেলা পোশাক পরছেন’, মারাত্মক ট্রোল অন্তঃসত্ত্বা দেবিনা>
'AskSRK' সেশনে জনৈক প্রশ্ন ছোঁড়েন অতিমারীর পর শাহরুখের জীবন কতটা বদলেছে? তার উত্তরে বলিউড সুপারস্টার বলেন, 'আজকাল তাড়াতাড়ি কোনও কাজ করার উদ্যম থাকে না।'
I normally just wear black or white https://t.co/734ddazvpP
— Shah Rukh Khan (@iamsrk) November 5, 2022
প্রসঙ্গত, সম্প্রতি ৫৭তে পা রেখেছেন বলিউড বাদশা। জন্মদিনে পাল্টা উপহার হিসেবে প্রকাশ্যে এনেছেন 'পাঠান' টিজার। যা নিয়ে আবেগে ভেসেছেন অনুরাগীরা। গত ৪ বছর ধরে পর্দায় দেখা না দিলেও শাহরুখের উন্মাদনা সময়ের সঙ্গে বেড়েছে বই কমেনি।