scorecardresearch

৫ দিনে ৫০০ কোটির রেকর্ড! মন্নতের ছাদে প্রথমবার কেলেঙ্কারি কাণ্ড ‘পাঠান’ শাহরুখের

‘পাঠান’-এর রেকর্ড সাফল্যে মন্নতের বাইরে ঝড়!

Shah Rukh Khan, Pathaan, Mannat, SRK Mannat, Pathaan ticket sale, Pathaan record, Pathaan Box Office, Shah Rukh Deepika, পাঠান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, পাঠান বক্সঅফিস, শাহরুখ মন্নত, পাঠান টিকিট, পাঠান রেকর্ড, বলিউডের খবর
পাঠান'-এর রেকর্ড সাফল্যের পর প্রথমবার দর্শন দিলেন শাহরুখ খান

রাজনীতি-বিতর্ককে তুড়ি মেরে রে-রে করে বক্সঅফিসে দৌঁড়চ্ছে ‘পাঠান’। ওপেনিংয়ে ডাবল সেঞ্চুরি করার পর এবার ৫ দিনে ৫০০ কোটির ব্যবসা করার রেকর্ড গড়লেন শাহরুখ খান।

বছর ৫৭-র মানুষটিই হিন্দি সিনেইন্ডাস্ট্রির ব্যবসা ঘোরাতে একমাত্র ‘ব্রহ্মাস্ত্র’। বুড়ো হাড়ের জোরেই বাজিমাত করে দেখালেন শাহরুখ খান। বছর চারেক বাদে প্রত্যাবর্তন করেও তাঁর ‘পাঠান’ যেভাবে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, তা আবারও প্রমাণ করে দিল যে, তিনিই বলিউডের বাদশা। এ যেন রাজার মতো প্রত্যাবর্তন।

এর আগে, এক সপ্তাহে ৩৮৭ কোটি টাকা আয়ের রেকর্ড ছিল আমির খানের দঙ্গল ছবির। একমাত্র হিন্দি সিনেমা, যা কিনা আন্তর্জাতিক ময়দানে সবথেকে বেশি ব্যবসা করেছে। তবে এবার শাহরুখ খানের পাঠান আমিরের ছবিকেও অনেকটা পিছনে ফেলে একলাফে এগিয়ে গেল। বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী, মাত্র ৫ দিনেই গোটা বিশ্বের ৫৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কিং খানের সিনেমা।

গোটা দেশে এখন পাঠান ঝড়। শাহরুখ-অনুরাগীরা উত্তেজনায় ফুটছেন। একবার নয়, কেউ কেউ তো একাধিকবার হলে যাচ্ছেন পর্দায় শুধুমাত্র বাদশা-ম্যাজিক দেখার জন্য। অতঃপর পাঠান রিলিজের পর থেকেই শাহরুখ-ভক্তদের তীর্থক্ষেত্র মন্নতের বাইরে রোজ সন্ধ্যায় উপচে পড়ছে ভীড়। তবে পাঠান-এর গগনচুম্বী সাফল্যের পর থেকে দেখা দেননি শাহরুখ! এক টুইটেই সমস্ত জবাব দিয়ে দিয়েছেন তিনি। তবে গতকাল পাঠান রিলিজের পর প্রথমবার ভক্তদের দর্শন দিলেন কিং খান।

[আরও পড়ুন: ‘জবরা ফ্যান’! খাস কলকাতায় আড়াই হাজারে ব্ল্যাকে টিকিট কেটে ‘পাঠান’ দেখলেন বাংলাদেশী নায়ক]

রববিবার সন্ধ্যা। মন্নতের বাইরে উপচে পড়েছে উন্মত্ত জনাতর ভীড়। শাহরুখ-অনুরাগীদের সে কী উল্লাস! সন্ধেরাতে মনন্তের ছাদে উঠে এলেন বাদশা। সেই চিরাচরিত ভঙ্গীতে। দু’ হাত ছড়িয়ে, উন্মত্ত ভক্তদের ভীড়ের উদ্দেশে ছুঁড়ে দিলেন উড়ন্ত চুমু। জানালেন ভালবাসা। আজও শাহরুখের সিনেমা রিলিজ যে ভক্তদের ঘুম উড়িয়ে দেয়, জড়ো করে মন্নতের গেটের সামনে, তা বছর পাঁচেক বাদে পর্দা থেকে বিরতি নিয়ে যেন আবারও প্রমাণ করে দিলেন কিং খান।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shah rukh khan pathaan earns rs 550 crore srk greets fans from mannat