অতিমারী উত্তরপর্বে ডুবতে বসেছিল বলিউড। হিট সিনেমা তো দূরঅস্ত! ঘরের টাকাই তুলতে পারেননি পরিচালক প্রযোজকরা। দক্ষিণী সিনেমার সুপারহিট বাজারে বলিউডকে একপ্রকার 'মাছি তাড়াতে' হচ্ছিল। খান, কাপুররা কেউই সেই বাজার চাঙ্গা করতে পারেননি। তবে ৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করে বলিউডের হাল একাই ধরলেন 'পাঠান' শাহরুখ খান। এবার সেই প্রেক্ষিতেই কিং খানকে নিয়ে বড় কথা বললেন শাহিদ কাপুর।
মুক্তির ৭ দিনেই রেকর্ড ব্যবসা। ৭০০ কোটির ক্লাবে ঢোকার অপেক্ষা মাত্র। হিন্দি সিনেমার ইতিহাসে এত কম সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমার খেতাব জিতে নিয়েছে ইতিমধ্যেই 'পাঠান'। দক্ষিণীর সিনেমার এমন ভরা বাজারে ৫৭ বছরের লোকটিই ফিরে এসে কাঁপিয়ে দিচ্ছেন। একের পর এক রেকর্ড ভাঙছেন। স্বাভাবিকভাবেই অতিমারীর পর মন্দা বাজার আর ফ্লপের সংখ্যা দেখে খান-কাপুরদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। 'পাঠান'-এর ধুন্ধুমার ব্যবসা দেখে যে বলিউড তারকারা আবার প্রাণে জল ফিরে পেয়েছে, তা শাহিদ কাপুরের কথা শুনেই ঠাহর করা যায়।
<আরও পড়ুন: ‘রোম্যান্টিক’ ট্রেলার, একফ্রেমে শাহরুখ-সলমন, আমির-অমিতাভ, Yash Raj-এর বাজি!>
গতবছর শাহিদের বিগ বাজেট বহু প্রতীক্ষিত সিনেমা 'জার্সি'ও ফ্লপের মুখ দেখেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা প্রশ্ন ছোঁড়েন, "আমি শাহরুখের কাছে জানতে চাই যে 'পাঠান'-এর পরবর্তী পার্টি কোথায় আর কখন হচ্ছে? আমি অপেক্ষা করে রয়েছি।"
'পাঠান'-এর সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত শাহিদ কাপুর। তাঁর কথায়, "এই ছবির সাফল্য বলিউড ইন্ডাস্ট্রির কাছে খুব গুরুত্বপূর্ণ। টাকা তো বটেই। তবে আত্মবিশ্বাসও ফিরিয়েছে। আমার ময়ে হয়, অতিমারীর পর মন্দার বাজারে অনেকেই নিজের আত্মবিশ্বাস খোয়াতে বসেছিল। আমাদের সবার উচিত আত্মবিশ্বাসী হওয়া। পাঠান তারই ফসল। অনেকটা পরিশ্রম, অবশ্যই অনেক কাজ.. তবে পাঠান করে দেখিয়েছে।"