কাজল, বলিউডের এক অন্যতম নাম। শাহরুখ হোক অথবা অন্য কোনও নায়ক, তাঁর কেমিস্ট্রি হয় দেখার মত। কিন্তু, এই নায়িকাই নাকি ভীষন দুর্ঘটনা প্রবণ? তিনি যে কতবার এদিক ওদিক উল্টে পড়েছেন সেকথা অনেকেই জানেন। এমনকি, কুছ কুছ হোতা হ্যায় ছবিতেও তাঁর সঙ্গে এটাই হয়েছিল।
ইন্ডাস্ট্রিতে অনর্গল কথা বলার যদি কোনও পুরস্কার থাকে, তবে সেটি একজনেরই প্রাপ্য। আর তিনি হলেন কাজল। এমনকি তাঁর কথা বলার চোটে, প্রথমদিন মারাত্মক রেগে গিয়েছিলেন শাহরুখ নিজেই। এও কথা কেউ বলতে পারে? তাই তো, মাঝেমাঝেই তাঁকে জব্দ করতে নেমে পড়তেন হিরোরা। কিন্তু একবার...
Tollywood Couple Divorce Rumor: ঘর ভাঙছে সুপারহিট তারকা দম্পতির? মঙ্গলের রাতে জানা গেল আসল খবর..
কিছু না করেই নিজের দোষে সাইকেল থেকে উল্টে পড়েন কাজল। শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়েই ঘটে এই ঘটনা। সঙ্গে ছিলেন পরিচালক করণ জোহর। কাজল সাইকেল থেকে পড়ার পরে হুশ ছিল না তাঁর। বেশ অনেক্ষণ অজ্ঞান ছিলেন। এমনকি হুশ ফিরতেই, বারবার জিজ্ঞেস করেন যে তিনি কোথায়? কাউকে, চিনতে পারছেন না কেন? বেজায় ভয় পেয়ে যান শাহরুখ সহ অনেকেই। কী করে সামলাবেন তখন অভিনেত্রীকে। অবশেষে, ফোন যায় অজয়ের কাছে।
প্রেমিকের আওয়াজ শুনেই তখন ধাতস্ত হন কাজল। এদিকে, এই ঘটনা ঘটার বেশ অনেকবছর পরেই, কাজলকে উদ্দেশ্য করে শাহরুখ বলেন.. "ওকে সিনেমার শুটিংয়ে পড়তেই হবে। ও না পড়লে, গন্ডগোল না হলে সিনেমা চলবে না। আমি তো এখন ভাবি, সেদিন ওকে দিয়ে কম টাকায় কনট্র্যাক্ট সাইন করিয়ে নিলে ভাল হতো। কিছু মনে ছিল না ওর। উদ্ভট আচরণ করছিল"। আর অজয়? মজার সুরে এও বলেছিলেন কেন যে সেদিন সব মনে করাতে গিয়েছিলাম। এই ঘটনাই আবারও মা ছবির কারণে মনে করিয়ে দেন করণ জোহর।