Advertisment
Presenting Partner
Desktop GIF

Shah Rukh Khan: তিন সন্তানের মধ্যে লড়াই, 'আমার সম্পত্তি ভাগ করতে...', মেয়ে সুহানার পাশে থাকার বার্তা শাহরুখের...

SRK and His Children: কিছুক্ষন চুপ করে থাকলেন। তারপর জবাব দিতে শুরু করলেন। তিনি জানালেন, আজ অবধি ভাবেন নি পর্যন্ত। কারণ, তিনি তাঁর সন্তানদের এখনও অবধি লড়াই করতে দেখেননি…

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
srk aryan

SRK with his Children: সন্তানদের নিয়ে কী বলছেন শাহরুখ?

যতই তিনি সারা বিশ্বের অন্যতম সেরা অভিনেতা হোক কিংবা কিং খান হন না কেন, শাহরুখ খান কিন্তু তিন সন্তানের বাবা। দুজন ফুল গ্রোন, আরিয়ান এবং সুহানা এবং তৃতীয় জন একেবারেই ছোট। আব্রাম তাঁদের সকলের চোখের মণি।

Advertisment

তাঁর ছবির ডায়লগ অনুযায়ী, 'বেটে কো হাত লাগানে সে পাহেলে বাপ সে মিল লো...', সন্তানের জন্য শাহরুখ সবটাই করতে পারেন। কিন্তু, তিন সন্তানের মধ্যে যদি ঝগড়া হয়? তিন সন্তান যদি একে অপরের সঙ্গে লড়াই শুরু করেন, তাহলে? গতকাল এমনই একটি পরিস্থিতির কথা আন্দাজ করে শাহরুখ যা উত্তর দিলেন...

অভিনেতার জন্মদিন উপলক্ষে গতকাল একটু ফ্যান মিটের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখকে যারা ভালবাসেন তাদের অনেকেই। সেখানেই কিং খানকে একের পর এক প্রশ্ন করা হল। একজন জিজ্ঞেস করে বসেন, যদি আপনার তিন সন্তানের মধ্যে ঝগড়া লাগে, আপনি কার দিকে যাবেন? কার পক্ষ নেবেন?

আরও পড়ুন  -   Shah Rukh Khan - Dev: 'তুমি সাংসদ, তুমি পারবে...', দেবকে বড় কাজের দায়িত্ব দেন শাহরুখই...

শাহরুখ প্রশ্ন শুনেই আগে হেসে নিলেন। কিছুক্ষন চুপ করে থাকলেন। তারপর জবাব দিতে শুরু করলেন। তিনি জানালেন, আজ অবধি ভাবেন নি পর্যন্ত। কারণ, তিনি তাঁর সন্তানদের এখনও অবধি লড়াই করতে দেখেননি। শাহরুখ বললেন...

"আমি ভাবছি সত্যিই অদ্ভুত। ওদের কোনও জিনিস নিয়ে আজ অবধি লড়াই হয়নি। আর যেন না হয়, নইলে আমার সম্পত্তির ভাগাভাগি করতে খুব সমস্যা হয়ে যাবে।" শাহরুখের এটুকু বলা শেষ হলেই উপস্থিত সকলে হাসতে শুরু করেন। কিন্তু, এরপরই শাহরুখ জানান লড়াই হোক কার পক্ষ নেবেন।

অভিনেতার কথায়, "আমার মনে হয় আমি সুহানার পক্ষ নেব। কারণ, ছেলেরা ঠিক আছে। কিন্তু সারা শরীরে লোম। আমি মেয়েদের এত ভালবাসি। তাঁদের দেখলেই আমার মিষ্টি লাগে। এবং তাঁদের দেখলেই আমার মনে হয় শক্তিশালী। আমি এই জন্যই সুহানার পক্ষ নেব কারণ, আমি শক্তির দিকে থাকতে চাই। এইজন্য আমি আমার মেয়ের দিকে থাকতে চাই।"

উল্লেখ্য, কানাঘুষো খবর শাহরুখ সামনে সুজয় ঘোষ এর পরের ছবি কিং - এ অভিনয় করতে চলেছেন। সেই ছবিতে থাকবেন তাঁর নিয়ে সুহানাও।


 

suhana khan Bollywood Actor SRK Birthday bollywood Shah Rukh khan bollywood actress Aryan khan
Advertisment