/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/srk759.jpg)
'মেরে নাম তু' গানের শুটিংয়ের সময়কার ছবি
শাহরুখ খান সোশাল মিডিয়ায় শেয়ার করলেন মেয়ে সুহানা খানের সঙ্গে তাঁর ছবি। তাও আবার জিরোর সেটে 'মেরে নাম তু' গানের শুটিংয়ের সময়কার ছবি। সুহানা নাকি গানের কথা মুখস্থ করতে সাহায্য করছিলেন বলিউড বাদশাকে। টুইটে তিনি লিকেছেন, ''মেরে নাম তুয়ের শুটিংয়ে সবথেকে মিষ্টি মূহুর্ত এটি। আমার মেয়ে গানের কথা মুখস্থ করা শেখাচ্ছে। আশা করব, গানটা দেখার পর পাস করিয়ে দেবে...''
Of all the things I have done for Mere Naam Tu...this is the sweetest. My daughter teaching me to get the lyrics right on the sets. Hope after she sees the song she approves... pic.twitter.com/qfQ2hhEF9F
— Shah Rukh Khan (@iamsrk) December 7, 2018
আরও পড়ুন, মরযাওয়া’র শুটিং শুরু করলেন সিদ্ধার্থ মালহোত্রা
বেশিদিন আগের কথা নয়, যখন সুহানাকে দেখা গিয়েছিল গানের মেকিং ভিডিও তৈরি করতে। অজয়-অতুলের কম্পোজিশনের এই গানটির কোরিওগ্রাফি করেছেন রেমো ডি'সুজা। গানটির মেকিং ভিডিওতে অনুষ্কা শর্মা যিনি পর্দায় আফিয়া ইউসুফজাই ভিন্দারের ভূমিকায় অভিনয় করেছেন সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনুষ্কা বলেন, ''ওটা আমার জন্য সেরা সময় ছিল যেহেতু আমি ভীষণ মনের মতো পোশাক পড়ে শুটিং করতে পেরেছি। সাধারণত রোমান্টিক নাম্বারের শুটিংয়ে নয়িকাদের যে পোশাক দেওয়া হয় সেটা আনকমফর্টেবল থাকে। এখানে আমি নাইট স্যুটে ছিলাম''।
এখনও পর্যন্ত নির্মাতারা ছবির দুটো গান প্রকাশ করেছেন। একটা মেরে নাম তু, আর দ্বিতীয়টা শাহরুখ-সলমনের ওপর দৃশ্যায়িত ইশকবাজি। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা অভিনীত ও আনন্দ এল রাইয়ের পরিচালনায় জিরো মুক্তি পেতে চলেছে ২১ ডিসেম্বর।
Read the full story in English