Shah Rukh Khan-KKR: ম্যাচের আগেই নাইটদের মাঝে শাহরুখ, ক্যাপ্টেন রাহানেকে কী বার্তা দিলেন কিং খান?

SRK in Kolkata: এবছর কলকাতা ওপেনিং সেরেমোনি হোল্ড করছে বলেই আরও উন্মাদনা ভক্তদের মধ্যে। গত সিজনে কেকেআর জেতার পর মাঠে নেমেই শাহরুখ সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আর এবার তো, প্রথম ম্যাচেই টিমকে সাপোর্ট করতে গতকাল চলে এসেছেন তিনি।

SRK in Kolkata: এবছর কলকাতা ওপেনিং সেরেমোনি হোল্ড করছে বলেই আরও উন্মাদনা ভক্তদের মধ্যে। গত সিজনে কেকেআর জেতার পর মাঠে নেমেই শাহরুখ সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আর এবার তো, প্রথম ম্যাচেই টিমকে সাপোর্ট করতে গতকাল চলে এসেছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
srk-kkr, kolkata , rcb vs kkr

SRK_KKR: কী বললেন শাহরুখ তাঁদের? Photograph: (Instagram)

Shah Rukh Khan-KKR: কথায় বলে প্রার্থনা সব কিছু করতে পারে। গতকাল থেকেই বৃষ্টিতে মন খারাপ ছিল কলকাতাবাসীর। এবং সেটা হওয়াই স্বাভাবিক। কারণ, কলকাতা এবং বেঙ্গালুরুর প্রথম IPL ম্যাচ হতে চলেছে, তাও আবার ইডেন গার্ডেনে। গতকাল সন্ধ্যায় শাহরুখ খান এসে পৌঁছেছেন। তারপরেই শহরের মানুষের উন্মাদনা ছিল দেখার মত।

Advertisment

এবছর কলকাতা ওপেনিং সেরেমোনি হোল্ড করছে বলেই আরও উন্মাদনা ভক্তদের মধ্যে। গত সিজনে কেকেআর জেতার পর মাঠে নেমেই শাহরুখ সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আর এবার তো, প্রথম ম্যাচেই টিমকে সাপোর্ট করতে গতকাল চলে এসেছেন তিনি। তারপর দেখা করেছেন দলের সদস্যদের সঙ্গে। বিমানবন্দর থেকে সোজা টিমের সঙ্গে দেখা করতে যান। তাঁদের জড়িয়ে ধরেন, এবং সঙ্গে সঙ্গে বেশ কিছু কথাও বলেন।

এমনিও, আইপিএল এর সব মালিকদের মধ্যে শাহরুখের প্রসংশার শেষ নেই। তিনি কোনোদিন ড্রেসিং রুমে গিয়ে খারাপ কিছু বলেন না, খারাপ আচরণ করেন না, এমনকি টিম হেরে গেলেও শাহরুখ শান্ত থাকেন, তাঁদের মানসিকভাবে সাপোর্ট দেন। যদিও বা এবছর কেকেআর এর সঙ্গে জুড়েছেন আজিঙ্ক্যা রাহানে। ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার আগে জিজি গৌতম গম্ভীর ছিলেন এই দলের কোচ। তারপর চন্দ্রকান্ত পন্ডিত রয়েছেন কোচ হিসেবে।

Advertisment

আরও পড়ুন  -   Shah Rukh Khan-KKR: পার্টি পাঠানের ঘরে যখন...বৃষ্টিস্নাত কলকাতায় পা রাখলেন শাহরুখ, উন্মাদনা তুঙ্গে...

কিং খান তাঁর টিমকে গতকাল উষ্ণ অভ্যর্থনা জানান, তাঁদের জড়িয়ে ধরেন। শাহরুখ তাঁর দলের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যায় বলেন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। তোমরা সুস্থ থাকো, আনন্দে এবং ভাল থাকো। ধন্যবাদ চন্দ্রকান্ত স্যার, ওদের খেয়াল রাখার জন্য। এবং যারা আমাদের নতুন জয়েন করেছে তাঁদের অনেক শুভেচ্ছা। আজিঙ্ক্য, ধন্যবাদ আমাদের দলে আসার জন্য। তুমি যেহেতু ক্যাপ্টেন, অনেক দায়িত্ব, ঈশ্বর পাশে থাকুন তোমার। আশা করব, এখানে ভাল একটি পরিবার তোমরা খুঁজে পাবে। এবং সকলে দারুণ খেলবে। ম্যাচ ভাল হোক সকলের।

উল্লেখ্য, শাহরুখের টিম নিয়ে এবছর বেশ ভাল রেসপন্স রয়েছে। কেউ কেউ তো এমনও দাবি করছেন, এবছর টিম ইম্প্যাক্ট রয়েছে দারুণ। যেহেতু কলকাতায় ম্যাচ, কেকেআরের প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আজ থাকেন কিনা, সেটাও দেখার।

shah-rukh-khan KKR Eden Gardens SRK RECORD