'হারকে জিতনে ওয়ালো কো বাজিগর কহেতে হ্যায়…' কলকাতায় এসে এমন কিছু বাজিগরদের সঙ্গেই দেখা করলেন শাহরুখ। গল্প করলেন, তাঁদের সঙ্গে মুহূর্ত উদযাপন করলেন।
Advertisment
IPL- এর ম্যাচ উপলক্ষেই কলকাতায় এসেছিলেন কিং খান। এয়ারপোর্ট থেকে ইডেন গার্ডেনস সব জায়গায় তাঁর ফ্যানেদের আনাগোনা। কিং খানকে দেখার জন্য উত্তেজনা-ভিড়। তবে, এসবের মাঝে নিজের কাছের মানুষদের সঙ্গে দেখা করতে ভুললেন না কিং খান। অ্যাসিড আক্রান্তদের সঙ্গে খোশমেজাজে শাহরুখ। সেই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
লড়াকুদের জীবনে এক বিশেষ ভূমিকাও রয়েছে শাহরুখের। অ্যাসিড আক্রান্তদের সঙ্গে সবসময় কাজ করে চলেছে শাহরুখের প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশন। শুধু তাঁদের সঙ্গেই নয়, বরং নারীদের পাশে রয়েছে এই প্রতিষ্ঠান। তাঁদের শক্তি জোগাতে যেমন সাহায্য করে তেমনই বিপদ থেকে উদ্ধারও করে। এদিন, শুধু মীর ফাউন্ডেশনের কর্ণধার হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে হাজির হয়েছিলেন তিনি।
শাহরুখের ফ্যানক্লাবের তরফে সেই ছবি শেয়ার করে বলা হয়েছে, যারা মন জিতে নেয় তাঁরা হেরে যায় না। আমাদের কিং খান আজ যোদ্ধাদের সঙ্গে। জীবনের সবথেকে দুঃখজনক সময় পার করেও আজ তাঁরা হাসতে ভুলে যায়নি। বরং কিং খানকে সামনে পেয়ে যেন আজ চাঁদ হাতের মুঠোয়। কারওর পরনে কেকেআর জার্সি, আবার কেউ শাহরুখকে দেখে জড়িয়ে ধরলেন।
কিং খান শুধু একজন সুপারস্টার নন, তাঁর জীবনের সবদিকটা জুড়েই রয়েছে তাঁর অনুরাগীরা। ক্রিকেট মাঠে একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন অনুরাগী হোক, অথবা তাঁর জন্মদিনে হাজার হাজার ফ্যান… কাজল একবার বলেছিলেন, "শাহরুখের জন্মদিনটাও এখন আর শুধু ওর নেই। সেটাও ঈশ্বরের আশীর্বাদে অনুরাগীদের হয়ে গিয়েছে। যে কারণেই ও শাহরুখ খান"।
উল্লেখ্য, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শাহরুখের মহানুভবতাকে কুর্নিশ জানাচ্ছেন ভক্তরা। কেউ বলছেন, আপনি এই জন্যই মনের রাজা। আবার কেউ বলছেন, আপনার মত মানুষকে ভগবান সুস্থ রাখুক। যদিও এই প্রথম না, এর আগেও অ্যাসিড আক্রান্ত যোদ্ধাদের সঙ্গে তাঁকে সময় কাটাতে দেখা গিয়েছে।