বাংলাতেও ছুটছে 'পাঠান'-এর বিজয়রথ। যার জেরে কোণঠাসা বাংলা সিনেমা। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। সেখানে তাঁর সিনেমার জন্যই কিনা বাংলায় ব্রাত্য বাংলা ছবি! হজম-ই করতে পারছেন না টলিপাড়ার প্রযোজক, পরিচালকরা। 'বলিউডের দাদাগিরি' নিয়ে প্রতিবাদে মুখর হয়েও আখেড়ে কোনও লাভ হয়নি! বাংলায় রমরমিয়ে ব্যবসা করছে 'পাঠান। এদিকে শাহরুখ খানের সিনেমার জন্য হালে পানি পাচ্ছে না বাংলা ছবি। আর কিং খানের সিনেমা বাংলা থেকে যা আয় করেছে এযাবৎকাল টলিউডে মাত্র ৩টি সিনেমাই সেই অঙ্ক ছুঁতে পেরেছে।
গত ২ সপ্তাহে বাংলাতেও জোরদার 'পাঠান' জ্বর চলছে। যার জেরে ভুগতে হয়েছে 'কাবেরী অন্তর্ধান', 'ডক্টর বক্সী' থেকে শুরু করে 'প্রজাপতি', 'আরোও এক পৃথিবী'র মতো উন্নত মানের বাংলা সিনেমাগুলোকেও। যে সমস্ত সিঙ্গলস্ক্রিন হলে 'পাঠান' চলছে, সেখানে স্থান পায়নি অন্য কোনও ছবি। প্রিয়া সিনেমাহল তাঁর মধ্যে অন্যতম। কারণ, মুম্বইয়ের যশরাজ ফিল্মসের তরফে কড়া নির্দেশ ছিল যে- সিঙ্গলস্ক্রিনে 'পাঠান' চললে অন্য কোনও সিনেমা চালানো যাবে না। সবকটা শো-ই দিতে হবে। লোকসানের ভয়ে তাই বাংলার অনেক হল মালিকই 'পাঠান' চালাতে বাধ্য হয়েছেন। ফলে বাংলা সিনে ইন্ডাস্ট্রির ব্যবসা খানিক ধুঁকছে।
ডিসেম্বর মাসের ২৫ তারিখ রিলিজ করেছে 'প্রজাপতি'। রমরমিয়ে ব্যবসা করা সত্ত্বেও শাহরুখ খানের সিনেমার জন্য বাধ্য হয়েই জায়গা ছাড়তে হয়েছে দেব-মিঠুনদের। যা নিয়ে প্রযোজক অতনু রায় আক্রমণ করেন প্রিয়ার মালিককে। কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্যরাও হুঙ্কার ছেড়েছিলেন যে, বলিউডের এই দাদাগিরি সহ্য করব না..। তবে লাভ কিছুই হয়নি।
<আরও পড়ুন: ‘৫৭ বছরেও হিরোর রোলে, এবার বাবার চরিত্র হোক..’, শুনেই ‘বাপ-বাপান্ত’ উদ্ধার করলেন শাহরুখ>
কারণ, বক্সঅফিসের অঙ্ক বলছে মাত্র ১০ দিনেই বাংলায় প্রায় ১৯ কোটি টাকা আয় করে ফেলেছে শাহরুখের 'পাঠান'। শুক্রবারের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ১৮.৬৮ কোটি টাকা। এযাবৎকাল বাংলা সিনেমার ইতিহাসে ১০ কোটির ওপর কামাতে পেরেছে মাত্র ৩টি সিনেমা। তালিকার প্রথম দুটিই দেবের ছবি- ২০১৭ সালের 'আমাজন অভিযান', ২০১৩ সালের 'চাঁদের পাহাড়'। দুটো ছবিই কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এবং দেব অভিনীত। আর তৃতীয় স্থানে রয়েছে, জিৎ অভিনীত 'বস ২'।
'চাঁদের পাহাড়' আয় করেছিল ২০ কোটি টাকা, সেখানে 'আমাজন অভিযান'-এর অঙ্ক আরও বেড়ে ৬০ কোটি। আর 'বস ২' আয় করতে পেরেছিল ১০.৫০ কোটি। আর চতুর্থ স্থানে দেব-মিঠুনের 'প্রজাপতি'। যা কিনা ৯.১৫ কোটি টাকা কামিয়েছে। সেক্ষেত্রে 'পাঠান' ঝড়েই হয়তো 'প্রজাপতি' উড়ে গিয়ে ১০ কোটির রেকর্ড গড়া থেকে আটকে গেল। অতঃপর বাঙালি দর্শকরাও যে হিন্দি সিনেমার দিকেই ঝুঁকছেন, আবারও এই গ্রাফ তা প্রমাণ করে দিল।