১ দিনেই ১০০ কোটির রেকর্ড! মিলল ভবিষ্যদ্বাণী, শাহরুখের দৌলতেই কপাল ঘুরল বলিউডের

রাজনীতি বিতর্ক উড়িয়ে ওপেনিং ডে-তেই ছক্কা।

রাজনীতি বিতর্ক উড়িয়ে ওপেনিং ডে-তেই ছক্কা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah rukh khan, SRK, Pathaan shah rukh khan, pathaan profit, pathaan box office, shah rukh khan fees pathaan, shahrukh khan fees, শাহরুখ খান, পাঠান, পাঠান বক্সঅফিস, পাঠান শাহরুখ, পাঠান শাহরুখ খানের পারিশ্রমিক, বলিউডের খবর

শাহরুখ খান

রাজনীতি-বিতর্ককে তুড়ি মেরে রে-রে করে বক্সঅফিসে দৌঁড়চ্ছে 'পাঠান'। বাদশা-ম্যাজিক দেখে বয়কট গ্যাং-ও নিদ্রা গিয়েছে। ওপেনিং ডে-তেই একেবারে ছক্কা। মুক্তির পয়লা দিনেই রেকর্ড হারে ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের ছবি। বছর চারেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করলেও তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা যে একেবারেই উনিশ-বিশ হয়নি, তা আবারও বোঝা গেল বক্সঅফিসের কামাই দেখে।

Advertisment

১ দিনেই ১০০ কোটি! অতিমারী উত্তরপর্বে বলিউডের ক্যাশবাক্স চাঙ্গা করতে আবারও হাল ধরলেন সেই শাহরুখই। দক্ষিণী সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়েছিল বলিউড। তবে বছর দুয়েক বাদে তাঁর 'পাঠান' যে ব্যবসা এনে দিল, তাতে এযাবৎকাল সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে ছারখার।

<আরও পড়ুন: শাহরুখ-জনের দুরন্ত অ্যাকশন, সলমনের টুইস্ট! রাজনীতি-বিতর্ককে তুড়ি মেরে ওড়াল ‘পাঠান’>

দেশে তো বটেই এমনকী আন্তর্জাতিক বিনোদুনিয়াতেও 'পাঠান' নিয়ে উন্মাদনার অন্ত নেই। অগ্রীম টিকিট বিক্রির হার-ই সেকথা বুঝিয়ে দিয়েছে। এবার পয়লা দিনেই সব বলিউড সিনেমার রেকর্ড ভাঙল 'পাঠান'। গোটা বিশ্বে ১ দিনেই ১০০ কোটি আয় করে ফেলেছে।

Advertisment

প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে এই সিনেমা নিষিদ্ধ করতে হিন্দু সংগঠনগুলির বয়কটের ডাক দিয়েছিল। একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে। মুক্তির দিনও মেলেনি ছাড়! বিহারের এক সিনেমাহলে ছেঁড়া হয়েছে শাহরুখের পোস্টার। ভোপালে সাতসকালে বন্ধ করে দেওয়া হয়েছে শো। কর্ণাটকের এক প্রেক্ষাগৃহে পাথরবৃষ্টি করেছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। মধ্যপ্রদেশেও বিক্ষোভ দেখা দিয়েছে ‘পাঠান’ নিয়ে। তবে সমস্ত বিতর্ক, রাজনীতিকে ছাপিয়ে হইহই করে চলছে শাহরুখ খানের 'পাঠান'।

deepika padukone Pathaan Yash Raj Films bollywood box office report Entertainment News