Advertisment

টিকিটের দাম আগুন! মুক্তির আগে ধুন্ধুমার ব্যবসা 'পাঠান'-এর, হাহাকার শাহরুখ-ভক্তদের

হাজার হাজার টাকায় বিকোচ্ছে 'পাঠান'-এর টিকিট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pathaan, pathaan records, pathaan box office, pathaan movie review, shah rukh khan, pathan movie review, pathaan review, pathan review, deepika padukone, John Abraham, pathaan news, pathaan star rating, Salman Khan, Shah Rukh Salman, শাহরুখ খান, পাঠান, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, জন আব্রাহাম, সলমন খান, শাহরুখ সলমন, পাঠান রেকর্ড, বলিউডের খবর

পাঠান এর সহযোদ্ধা কে?

আর মাত্র ১ সপ্তাহ। বড়পর্দায় কিং খান ম্যাজিক। আর সেই প্রহরটুকুও যেন কাটতে চাইছে না অনুরাগীদের। বছর পাঁচেক বাদে শাহরুখ খান পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন বলে কথা! অতঃপর রিলিজের আগে 'পাঠান'-এর টিকিট বুকিংয়ের ধুম পড়েছে! একেক শহরে বিকোচ্ছেও হাজার টাকার ওপরে। তবুও টাকা-পয়সার মায়া না করে টিকিট বুকিং করছেন কিং খান ভক্তরা।

Advertisment

মুক্তির এক সপ্তাহ আগেই বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ, দীপিকার 'পাঠান'। কোটি টাকার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। রাজধানীতে ২ হাজার টাকার ওপর টিকিট কিনছেন দর্শকরা। দিল্লিতেও বেশিরভাগ প্রেক্ষাগৃহ হাউজফুল। অন্যদিকে অগ্রিম টিকিট বুকের রেকর্ড হিসেবে জার্মানিতে কেজিএফ ২-কেও টেক্কা দিয়েছে 'পাঠান'। টিকিটের দাম যাই হোক না কেন, শাহরুখ-ভক্তদের মধ্যে হাহাকার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

<আরও পড়ুন: টলি-সুন্দরীরা ফেল! ইঞ্জিনিয়ারিং ছাত্রীকেই নায়িকা বানালেন দেব, দেখুন ‘ইন্দু’কে>

দেশের অন্যান্য রাজ্যগুলোর মতো কলকাতাতেও একই দৃশ্য। 'পাঠান'-এর ফার্স্ট শো দেখার জন্য ইতিমধ্যেই হিড়িক পড়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরের কয়েকটি মাল্টিপ্লেক্সে টিকিটের দাম ৬০০ টাকার ওপর চলে গিয়েছে। পিভিআর, সিনেপলিস, আইনক্স-এর টিকিট দ্রুত বুকিং হচ্ছে। আপাতত 'পাঠান'-এর প্রি বুকিং নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ১ সপ্তাহ আগেই হাউজফুল শো একেক জায়গার।

deepika padukone Pathaan john abraham bollywood Entertainment News
Advertisment