গলাটা শাহরুখের নয়, কিন্তু চেনা মুশকিল

ডিজনির পরবর্ত লাইভ-অ্যাকশন ড্রামা 'দ্য লায়ন কিং'-এ সিম্বার হিন্দি ভার্সেনর জন্য ডাব করেছেন শাহরুখ পুত্র আরয়ন খান।

ডিজনির পরবর্ত লাইভ-অ্যাকশন ড্রামা 'দ্য লায়ন কিং'-এ সিম্বার হিন্দি ভার্সেনর জন্য ডাব করেছেন শাহরুখ পুত্র আরয়ন খান।

author-image
IE Bangla Web Desk
New Update
srahrukh khan

শাহরুখের ছেলে আরিয়ন খান।

ছেলে না বাবা! হঠা‌‌ৎ করে গলা শুনে অবশ্য চেনার উপায় নেই। ডিজনির পরবর্ত লাইভ-অ্যাকশন ড্রামা 'দ্য লায়ন কিং'-এ সিম্বার হিন্দি ভার্সেনর জন্য ডাব করেছেন শাহরুখ পুত্র আরয়ন খান। সেই টিজারই শেয়ার করলেন কিং খান। গলা শুনে প্রথমটায় হকচকিয়ে যেতে হয় শাহরুখই নয়। হুবহু একই গলা। একেই হয়তো বলে বাপ কা বেটা।

Advertisment

প্রথম সংলাপেই টিজার মাত আরিয়ানের, ''ম্যার হুঁ সিম্বা, মুফাসা কা বেটা।'' শুনেই আপনার ভিডিওটি রিপ্লে করতে হবে। মনে হবে ভুল শুনছেন না তো! কিন্তু কিছুক্ষণ পর দু-তিনটে সংলাপ শুনলে পাথর্ক্য করতে পারবেন তবে তা সামান্যই। সোশাল মিডিয়ার টিজার পোস্ট করে শাহরুখ খান লিখলেন, ''আমার সিম্বা...''

Advertisment

আরও পড়ুন, কোনও ছবি নেই এখন শাহরুখ খানের হাতে

এই ছবির অংশ হতে পেরে শাহরুখ বলেছিলেন, ''বাবা হিসাবে মুসাফার সঙ্গে নিজেকে মেলাতে পারি। ও যে সম্পর্ক ছেলের সঙ্গে শেয়ার করে সেটাই বাস্তব। দ্য লায়ন কিংয়ের জনপ্রিয়তা অনবদ্য। তবে এই ছবির অংশ হতে পারাটা মর্যাদার আর আরিয়ানের সঙ্গে এই ছবির জার্নিটা মনে রয়ে যাবে। আব্রাম ছবিটা দেখবে ভেবেও ভাল লাগছে।''

ডিজনির এই ছবি এখনও পর্যন্ত বিশ্বে বহুল পরিচিত। ১৯ জুলাই ইংরাজী, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে 'দ্য লায়ন কিং'।

Read the full story in English