/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/srk-p.jpg)
পাঠানের রেকর্ডে লেখক বললেন...
শাহরুখ মানেই দেদার উত্তেজনা, শাহরুখ মানেই সিনেমাহলের বাইরে ফ্যানেদের নাচানাচি। শাহরুখ মানেই আন্তর্জাতিক স্তরে বাদশা ম্যাজিক। বাইরে গেলেও তাঁর রেহাই নেই, এক্কেবারে ঘিরে ধরেন অনুরাগীরা। বিদেশের ভিন্ন ইন্ডাস্ট্রির মানুষেরা কিং খানের ভক্ত।
এবার তাদেরই একজন প্রসংশায় ভরালেন কিং খানকে। প্রসঙ্গে শাহরুখের একনিষ্ঠ ভক্ত 'দ্যা অ্যালকেমিস্ট' এর লেখক পাওলো কোয়েলহ। বিশ্ববরেণ্য এই লেখক শুধু শাহরুখ ফ্যান নয় বরং তাঁর বন্ধুও বটে। কিং খানকে বন্ধু বলেই ডাকেন পাওলো। তাই তো, পাঠান সাফল্য পেতেই সোশ্যাল মিডিয়ায় বন্ধু শাহরুখকে নিয়ে আবেগপ্রবণ তিনি। ৯ দিনে ৭০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। পাওলো লিখলেন…
"একজন রাজা, কিংবদন্তি, বন্ধু এবং তারও ওপরে একজন অনবদ্য অভিনেতা। পাশ্চাত্যে যারা ওকে চেনে না তাঁদের উদ্দেশ্যে এটাই বলব, 'মাই নেম ইজ খান' দেখুন। অসাধারণ লাগবে। শাহরুখকে চিনে যাবেন"। এদিকে, শাহরুখের নজর এড়ায়নি এই সম্পূর্ণ বিষয়। বন্ধুর ডাকে সারা না দিলে হয়? টুইটারে এখন সক্রিয় শাহরুখ খান। ফ্যানেদের উত্তরের জবাব দেন শাহরুখ, সেখানেও বন্ধুকে উত্তর দেবেন না? বললেন…
আরও পড়ুন < নিজের বিয়েতে নাচতেই হবে কিয়ারাকে! পাঞ্জাবী শ্বশুরবাড়ি থেকে ‘অদ্ভূত’ নিয়ম >
You are always too kind my friend. Let us meet up sooner than soon!! Bless you https://t.co/7jLTJ4I8ec
— Shah Rukh Khan (@iamsrk) February 3, 2023
"বন্ধু পাওলো, তুমি সবসময় খুব দয়ালু। খুব তাড়াতাড়ি আমার সঙ্গে তোমার দেখা হোক। ঈশ্বর তোমার সঙ্গে থাকুক"। শাহরুখের ভক্তরা যথেষ্ট আনন্দিত এই প্রসঙ্গে। আন্তর্জাতিক স্তরে কিং খানের খ্যাতি কম নয়। তারপরেও এ যেন বিরাট আনন্দের। পশ্চিমী দুনিয়ায় শাহরুখের ভক্তসংখ্যা নিয়ে কোনও প্রশ্ন নেই। টুইটারে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমী অনুরাগীরা।
উল্লেখ্য, ছবি সাফল্য পেতেই ব্যালকনিতে দাঁড়িয়ে অনুরাগীদের উদ্দেশ্যে চুমু ছুঁড়েছিলেন শাহরুখ। তারপর, সাংবাদিক বৈঠকে নানান প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন শাহরুখ। তবে, কথা একটাই। শাহরুখের দিকে তাকিয়ে ছিল গোটা বলিউড। সেই পরীক্ষায় সফল হয়েছেন কিং খান একথা বলাই যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us